রাজধানীর উত্তরায় ট্রাকচাপায় নিহত ১

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২: ০৩
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উত্তরা আর্মস পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী গোলাম রব্বানী জানান, তিনি উত্তরা আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান, ওই ব্যক্তি রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন জানতে পারেন, একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। স্থানীয়দের সহযোগিতায় প্রথমে ওই ব্যক্তিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভোরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয়রা ওই ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি। তার পরনে পুরোনো একটি লুঙ্গি ও সোয়েটার ছিল। যেগুলো দেখে তাকে ভবঘুরে মনে হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ভোরে পথচারীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। পথচারীরা জানান ট্রাকে চাপা দিয়েছিল ওই ব্যক্তিকে। তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পোশাক রপ্তানিতে নতুন সুযোগের দরজা খুলছে

রাতারাতি ফেরানো যাবে না হাসিনাকে

বেতন-ভাতা নিয়ে ক্ষোভে জাহাজের মাস্টারকে হত্যা, তথ্য ফাঁসের ভয়ে আরও ৬ খুন: র‍্যাব

জনপ্রশাসন সংস্কার: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রশাসন ক্যাডারদের সভা

লাঞ্ছিত মুক্তিযোদ্ধার ১০০ কোটি টাকার মানহানির মামলা, শীর্ষ ২ আসামি জামায়াতের বহিষ্কৃত সমর্থক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত