শরীফ নাসরুল্লাহ, ঢাকা
পুরান ঢাকার সদরঘাটের পাটুয়াটুলী রোড। এই রোড ধরে এগোলে রাবেয়া ইলিয়াস মার্কেট ও নুরুল হক মার্কেট। গত বৃহস্পতিবার নুরুল হক মার্কেটের নিচতলায় গিয়ে দেখা যায় ইলেকট্রনিকস পণ্যের সারি সারি দোকান। অথচ একটা সময় এই জায়গাটা মুখর থাকত সংগীতপ্রিয় মানুষের আনাগোনায়। নতুন গানের অ্যালবামের পোস্টার, তারকা শিল্পীদের আসা-যাওয়া, ক্রেতাদের ভিড়– সব মিলিয়ে জমজমাট ছিল সংগীত কমপ্লেক্স।
মার্কেটের দোতলায় উঠতেই চোখে পড়ে সেই সংগীত কমপ্লেক্স নামের একটি সাইনবোর্ড। ময়লা-আবর্জনায় ঢেকে যাওয়া এই সাইনবোর্ড জানিয়ে দেয়, একসময় এখানে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর অন্যতম সংগীতার বিচরণ ছিল। দোতালায় একটু সামনের দিকে এগোতেই অডিও ক্যাসেটের একটি দোকান চোখে পড়ে গীতিকা রেকর্ডিং সেন্টার। দোকানজুড়ে সাজানো অডিও ক্যাসেট, সিডি। একজন সেগুলো ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করছেন। দোকানের সামনে গ্রামোফোন রাখা। পাশেই রাখা শিল্পী মোহাম্মদ রফির একটি গ্রামোফোন রেকর্ডসহ বেশ কিছু রেকর্ড। বোঝা যায়, প্রযুক্তির উন্নয়ন হলেও এখনো কিছু মানুষের চাহিদা সেই ধ্রুপদি জায়গায় রয়ে গেছে।
দোকানের সামনেই বসা ছিলেন কর্ণধার সন্তোষ কুমার রায়। ৪৬ বছর ধরে গানের সঙ্গে আছেন তিনি। জানালেন, পুরোনো কেউ তো আর নেই। তিনি আছেন ব্যবসাটা ধরে রাখার জন্য। প্রযুক্তির উন্নয়নে গানের মাধ্যম বদলে গেছে। তাই অডিও বাজারেরও পরিবর্তন ঘটে গেছে। তবে এখনো অনেকেই আছেন, যারা অ্যান্ট্রিক কিছু কিনতে আসেন। একেবারে আসল গান শুনতে ভালোবাসেন। তারা আদি রেকর্ড চান। অনলাইনে গান পাওয়া যায়। কিন্তু সব গান পাওয়া যায় না। অনেক সত্যিকারের সংগীতপ্রেমী আছেন, তাঁরা এখনো সেই পুরোনো রেকর্ড কিনতে এখানে আসেন।
উদাহরণ দিয়ে তিনি বলেন, শুধু বয়স্করা না। এখনকার স্কুলপড়ুয়ারাও আসে গানের আসল ভার্সনটি কিনতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মিডফোর্ড হাসপাতালের অনেক শিক্ষার্থী আসল গান নিতে আসেন।
পাটুয়াটুলী, নবাবপুর এলাকাজুড়ে এক সময় ছিল বাংলাদেশের নামকরা সব অডিও প্রযোজনা প্রতিষ্ঠান। সংগীতা, সাউন্ডটেক, অনুপম, চেনা সুর, সোনালী প্রডাক্টস, সারগামের এর নাম বলা যায়। এসব প্রতিষ্ঠানের কোনোটিই আর এখানে নেই। সংগীতা বেশ আগেই তাদের অফিস পাটুয়াটুলী থেকে বিজয়নগরে নিয়ে এসেছে। অডিও ক্যাসেটের বদলে এখন ইউটিউবে মিউজিক ভিডিও করে গান তৈরি হয়।
সংগীতার প্রধান নির্বাহী রবিন ইমরান বলেন, আগে আমাদের সারা দেশে ৬৪টি জেলায়ই শোরুম ছিল। অডিও ক্যাসেটের একটা সংস্কৃতি ছিল। তারপর দেখা গেছে মোবাইলে মেমোরি কার্ড চলে আসে। সব কোম্পানির গান একসঙ্গে শ্রোতাদের দেওয়া হয়। আলাদা করে ব্যবসাটা আর ধরে রাখা যায়নি।
বর্তমান সময়ের ব্যবসার ধরন নিয়ে জানান, এখন ইউটিউবে গানের সঙ্গে ভিডিও করে মিউজিক ভিডিওর মাধ্যমে আবার লিরিক্যাল ভিডিও দিয়ে গান প্রকাশ করা হয়। বিজ্ঞাপনের ওপর ভিত্তি করে অর্থ আসে।
অডিও ক্যাসেটের জগতের আরেক প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার শাহেদ আলী পাপ্পু বলেন, ‘আগে ক্যাসেটের বাজারে এক ধরনের উৎসব ব্যাপার ছিল। রাস্তায় রাস্তায় গান শোনা যেত। এখন রাস্তায় গান শোনা যায় না। গান শোনার ধরন পাল্টে গেছে। এখন অ্যাপসে গান শোনে। আমারও ব্যবসার ধরন ওভাবে পাল্টে নিয়েছি। তবে আগে যে রকম রমরমা ব্যবসা ছিল, সেটা এখন আর নেই।’
পুরান ঢাকার সদরঘাটের পাটুয়াটুলী রোড। এই রোড ধরে এগোলে রাবেয়া ইলিয়াস মার্কেট ও নুরুল হক মার্কেট। গত বৃহস্পতিবার নুরুল হক মার্কেটের নিচতলায় গিয়ে দেখা যায় ইলেকট্রনিকস পণ্যের সারি সারি দোকান। অথচ একটা সময় এই জায়গাটা মুখর থাকত সংগীতপ্রিয় মানুষের আনাগোনায়। নতুন গানের অ্যালবামের পোস্টার, তারকা শিল্পীদের আসা-যাওয়া, ক্রেতাদের ভিড়– সব মিলিয়ে জমজমাট ছিল সংগীত কমপ্লেক্স।
মার্কেটের দোতলায় উঠতেই চোখে পড়ে সেই সংগীত কমপ্লেক্স নামের একটি সাইনবোর্ড। ময়লা-আবর্জনায় ঢেকে যাওয়া এই সাইনবোর্ড জানিয়ে দেয়, একসময় এখানে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর অন্যতম সংগীতার বিচরণ ছিল। দোতালায় একটু সামনের দিকে এগোতেই অডিও ক্যাসেটের একটি দোকান চোখে পড়ে গীতিকা রেকর্ডিং সেন্টার। দোকানজুড়ে সাজানো অডিও ক্যাসেট, সিডি। একজন সেগুলো ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করছেন। দোকানের সামনে গ্রামোফোন রাখা। পাশেই রাখা শিল্পী মোহাম্মদ রফির একটি গ্রামোফোন রেকর্ডসহ বেশ কিছু রেকর্ড। বোঝা যায়, প্রযুক্তির উন্নয়ন হলেও এখনো কিছু মানুষের চাহিদা সেই ধ্রুপদি জায়গায় রয়ে গেছে।
দোকানের সামনেই বসা ছিলেন কর্ণধার সন্তোষ কুমার রায়। ৪৬ বছর ধরে গানের সঙ্গে আছেন তিনি। জানালেন, পুরোনো কেউ তো আর নেই। তিনি আছেন ব্যবসাটা ধরে রাখার জন্য। প্রযুক্তির উন্নয়নে গানের মাধ্যম বদলে গেছে। তাই অডিও বাজারেরও পরিবর্তন ঘটে গেছে। তবে এখনো অনেকেই আছেন, যারা অ্যান্ট্রিক কিছু কিনতে আসেন। একেবারে আসল গান শুনতে ভালোবাসেন। তারা আদি রেকর্ড চান। অনলাইনে গান পাওয়া যায়। কিন্তু সব গান পাওয়া যায় না। অনেক সত্যিকারের সংগীতপ্রেমী আছেন, তাঁরা এখনো সেই পুরোনো রেকর্ড কিনতে এখানে আসেন।
উদাহরণ দিয়ে তিনি বলেন, শুধু বয়স্করা না। এখনকার স্কুলপড়ুয়ারাও আসে গানের আসল ভার্সনটি কিনতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মিডফোর্ড হাসপাতালের অনেক শিক্ষার্থী আসল গান নিতে আসেন।
পাটুয়াটুলী, নবাবপুর এলাকাজুড়ে এক সময় ছিল বাংলাদেশের নামকরা সব অডিও প্রযোজনা প্রতিষ্ঠান। সংগীতা, সাউন্ডটেক, অনুপম, চেনা সুর, সোনালী প্রডাক্টস, সারগামের এর নাম বলা যায়। এসব প্রতিষ্ঠানের কোনোটিই আর এখানে নেই। সংগীতা বেশ আগেই তাদের অফিস পাটুয়াটুলী থেকে বিজয়নগরে নিয়ে এসেছে। অডিও ক্যাসেটের বদলে এখন ইউটিউবে মিউজিক ভিডিও করে গান তৈরি হয়।
সংগীতার প্রধান নির্বাহী রবিন ইমরান বলেন, আগে আমাদের সারা দেশে ৬৪টি জেলায়ই শোরুম ছিল। অডিও ক্যাসেটের একটা সংস্কৃতি ছিল। তারপর দেখা গেছে মোবাইলে মেমোরি কার্ড চলে আসে। সব কোম্পানির গান একসঙ্গে শ্রোতাদের দেওয়া হয়। আলাদা করে ব্যবসাটা আর ধরে রাখা যায়নি।
বর্তমান সময়ের ব্যবসার ধরন নিয়ে জানান, এখন ইউটিউবে গানের সঙ্গে ভিডিও করে মিউজিক ভিডিওর মাধ্যমে আবার লিরিক্যাল ভিডিও দিয়ে গান প্রকাশ করা হয়। বিজ্ঞাপনের ওপর ভিত্তি করে অর্থ আসে।
অডিও ক্যাসেটের জগতের আরেক প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার শাহেদ আলী পাপ্পু বলেন, ‘আগে ক্যাসেটের বাজারে এক ধরনের উৎসব ব্যাপার ছিল। রাস্তায় রাস্তায় গান শোনা যেত। এখন রাস্তায় গান শোনা যায় না। গান শোনার ধরন পাল্টে গেছে। এখন অ্যাপসে গান শোনে। আমারও ব্যবসার ধরন ওভাবে পাল্টে নিয়েছি। তবে আগে যে রকম রমরমা ব্যবসা ছিল, সেটা এখন আর নেই।’
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৮ ঘণ্টা আগে