Ajker Patrika

নরসিংদীতে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে সালমান হোসেন (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কাজিরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সালমান কাজিরচর এলাকার ইকবাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় শিশু সালমান খেলার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুর হয়ে গেলেও সালমান বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজ করতে থাকে। বাড়ির আশপাশে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আহাজারি শুরু হয়।

এরপর বাড়ির সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পাশাপাশি সালমানের নিখোঁজের ব্যাপারে মাইকিং করে। মধ্যরাতে বাড়ির কিছু দূরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে মৃত অবস্থায় শিশু সালমানের মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত