Ajker Patrika

ঘাটাইলে ট্রাকচাপায় নিহত ১, আহত ৫

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ২০: ৪৯
ঘাটাইলে ট্রাকচাপায় নিহত ১, আহত ৫

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। আজ মঙ্গলবার সকালে ঘাটাইল-ভূঞাপুর সড়কে উপজেলার পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজ উদ্দিন।

নিহত শ্রমিকের নাম সোহাগ মিয়া (২৫)। তিনি বাক্‌প্রতিবন্ধী এবং উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। আহতরা হলেন হাকিম উদ্দিন (৩৫), আরশেদ আলী (৫৫), রিপন মিয়া (৩৫), আব্দুল বাছেদ (৩৫) ও আনোয়ার হোসেন (৫২)। আহত সবার বাড়িও উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনটিয়া গ্রামে। আহতরা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল নয়টায় ছয়জন নির্মাণশ্রমিক কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে ভ্যানে ঘাটাইলে যাচ্ছিলেন। ঘাটাইল-ভূঞাপুর সড়কের ঘাটাইল পশ্চিমপাড়া এলাকার পৌঁছালে একটি বালুভর্তি ডাম্প ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগ মিয়া মারা যান। এ ঘটনায় ভ্যানের অপর পাঁচজন যাত্রী আহত হন। 

ঘাটাইল থানার এসআই মো. হাফিজ উদ্দিন জানান, মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত