Ajker Patrika

অবশেষে মেয়ের কাছে ফিরলেন রাস্তায় পড়ে থাকা সেই বৃদ্ধা

প্রতিনিধি, গোসাইরহাট (শরীয়তপুর)
অবশেষে মেয়ের কাছে ফিরলেন রাস্তায় পড়ে থাকা সেই বৃদ্ধা

শরীয়তপুরের গোসাইরহাটে দুদিন ধরে রাস্তার পাশে পড়ে থাকা নাম-পরিচয় না জানা করোনা আক্রান্ত সেই বৃদ্ধা অবশেষে সুস্থ হয়ে নিজের মেয়ের কাছে ফিরে যেতে পেরেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ওই বৃদ্ধা বানু বিবির একমাত্র মেয়ে রহিমা বেগমের জিম্মায় তাঁকে তুলে দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন। ওইদিন রাতেই লঞ্চে করে ঢাকায় মেয়ের বাসায় ফিরে যান তিনি। 

জানা যায়, এর আগে গত ৩০ জুলাই স্থানীয় সংবাদকর্মীদের কাছে খবর পেয়ে অসুস্থ বৃদ্ধা চান বানু বিবিকে উদ্ধার করতে তাৎক্ষনিকভাবে ছুটে আসেন গোসাইরহাটের ইউএনও। করোনার ঝুঁকি থাকা সত্বেও নাম-পরিচয় না জানা ওই বৃদ্ধাকে স্থানীয়দের সহায়তায় চিকিৎসা দিতে হাসপাতালে নিয়ে যান তিনি। শুধু তাই নয়, নতুন কাপড় কিনে এনে তাঁকে পরানোর ব্যবস্থা করেন ইউএনও। পরে তাঁর করোনা রিপোর্ট পজেটিভ পান। 

উল্লেখ্য, বৃদ্ধা চান বানু বিবি বৃষ্টিতে ভিজে কর্দমাক্ত অবস্থায় দুদিন ধরে গোসাইরহাটের পুরাতন মাছ বাজারের সড়কের পাশে মাটিতে শুয়ে কাতরাচ্ছিলেন। মাছি ভনভন করছিল তাঁর সারা শরীরে। গায়ে ছিল প্রচন্ড জ্বর ও কাশি। নিরাপদ কোথাও যাওয়ার সুযোগ বা শক্তি কিছুই ছিল না তাঁর। ওই বৃদ্ধার পাশেই কুকুর ঘোরাঘুরি করছিল। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ওই নারীর কাছে ছুটে যান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

পরে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বৃদ্ধার পরিচয় পাওয়া যায়। তিনি গোসাইরহাট ইউনিয়নের মৃত আব্দুল মজিদ মোল্লার স্ত্রী। বৃদ্ধার কোন ছেলে সন্তান নেই। আছেন একমাত্র মেয়ে রহিমা বেগম। থাকেন ঢাকার রায়েরবাগে। বৃদ্ধা গোসাইরহাট ইউনিয়নে তাঁর ভাইয়ের বাড়িতে থাকতেন। স্থানীয় মানুষ এবং ফেসবুকের মাধ্যমে জানতে পেরে বৃদ্ধার ভাই এবং মেয়ে পর দিন গোসারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে উপস্থিত হয়েছিলেন। মেয়ে রহিমা বেগম হাসপাতালে থেকে এতদিন তাঁর মায়ের সেবা শুশ্রূষা করেছেন। 

অশ্রুশিক্ত নয়নে কৃতজ্ঞতা জানিয়ে মেয়ে রহিমা বেগম বলেন, আমার আম্মু আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ। করোনার নেগেটিভ রিপোর্ট এসেছে। আপনারা সহযোগিতা না করলে আমার আম্মুকে হয়তো ফিরে পেতাম না, এমনকি হয়তো লাশও পাওয়া যেত না। আমি আপনাদের সকলের কাছে চির কৃতজ্ঞ। আমি আম্মুকে আমার সাথে করে ঢাকায় নিয়ে যাচ্ছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত