নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘পদ্মা সেতু ভ্রমণ’ প্যাকেজ ট্যুর চালু করার পর এবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক দিনের ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। নতুন ভ্রমণ প্যাকেজ আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে। ওই দিন পর্যটকদের নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে পর্যটন করপোরেশনের গাড়ি।
সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৮টায় রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে পর্যটকদের নিয়ে যাত্রা শুরু হবে এবং রাত ৮টায় ফিরে আসবে। এতে জনপ্রতি খরচ হবে ২ হাজার ৫০০ টাকা।
এর আগে গত ২৩ জুন টুঙ্গিপাড়া ভ্রমণের এ প্যাকেজ চালু করা হয়েছিল। জনপ্রতি খরচ ছিল ৩ হাজার ৫০০ টাকা। তখন প্যাকেজটি তেমন সাড়া পায়নি। তবে এবার ‘শোকের মাসে, পিতার পাশে’ প্রতিপাদ্য সামনে রেখে ফের প্যাকেজটি চালু করা হলো। প্যাকেজের সুযোগ-সুবিধা একই রেখে ১ হাজার টাকা ছাড় দিয়ে প্যাকেজ মূল্য ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
পর্যটন করপোরেশনের তথ্য বলছে, দুটি টয়োটা এসি টুরিস্ট কোস্টারে করে পর্যটকদের নিয়ে যাওয়া হবে। সকাল ৮টায় পর্যটন ভবনে পর্যটকদের উপস্থিতির পর তাঁদের নাশতা দেওয়া হবে। এরপর সকাল সাড়ে ৮টায় সেখান থেকে যাত্রা শুরু হবে। যাত্রাপথে পদ্মা সেতু ও ভাঙ্গা চত্বর দেখানোর ব্যবস্থা থাকবে। এরপর ভাঙ্গা চত্বরসংলগ্ন একটি রেস্তোরাঁয় দেওয়া হবে যাত্রাবিরতি। এর মধ্যে সেখানে হালকা নাশতা দেওয়ার পর বেলা একটায় টুঙ্গিপাড়ায় পর্যটন করপোরেশনের নিজস্ব মোটেল মধুমতীতে নিয়ে যাওয়া হবে পর্যটকদের। সেই মোটেলেই দুপুরের খাবার খাওয়ার পর বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স, তাঁর স্মৃতিবিজড়িত স্থান ও জন্মভিটা পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
তারপর আবার ঢাকায় ফেরার পালা। বিকেল ৪টায় মোটেল থেকে ফিরতি যাত্রা শুরু হবে। ভাঙ্গায় আবার একটি হোটেলে যাত্রাবিরতি ও নাশতা শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকায় ফেরার আয়োজন থাকবে।
পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘শোকের মাসে এই প্যাকেজ চালু করা হচ্ছে। এতে অংশ নিয়ে পর্যটকেরা পদ্মা সেতু, ভাঙ্গা চত্বর, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স, স্মৃতিবিজড়িত স্থান ও তাঁর জন্মভিটা দেখার সুযোগ পাবে।’
মো. জিয়াউল হক হাওলাদার জানান, ১৮ আগস্ট টুঙ্গিপাড়া ভ্রমণের বুকিং এরই মধ্যে শুরু হয়েছে। টুঙ্গিপাড়ায় ৯ ও ২৩ সেপ্টেম্বরও এই প্যাকেজে দর্শনার্থীরা ভ্রমণ করতে পারবে। এর জন্য পর্যটন ভবনে এসে বুকিং দিতে হবে। তবে কেউ ঢাকার বাইরে থাকলে বিকাশে টাকা পাঠিয়েও বুকিং দিতে পারবে।
‘পদ্মা সেতু ভ্রমণ’ প্যাকেজ ট্যুর চালু করার পর এবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক দিনের ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। নতুন ভ্রমণ প্যাকেজ আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে। ওই দিন পর্যটকদের নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে পর্যটন করপোরেশনের গাড়ি।
সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৮টায় রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে পর্যটকদের নিয়ে যাত্রা শুরু হবে এবং রাত ৮টায় ফিরে আসবে। এতে জনপ্রতি খরচ হবে ২ হাজার ৫০০ টাকা।
এর আগে গত ২৩ জুন টুঙ্গিপাড়া ভ্রমণের এ প্যাকেজ চালু করা হয়েছিল। জনপ্রতি খরচ ছিল ৩ হাজার ৫০০ টাকা। তখন প্যাকেজটি তেমন সাড়া পায়নি। তবে এবার ‘শোকের মাসে, পিতার পাশে’ প্রতিপাদ্য সামনে রেখে ফের প্যাকেজটি চালু করা হলো। প্যাকেজের সুযোগ-সুবিধা একই রেখে ১ হাজার টাকা ছাড় দিয়ে প্যাকেজ মূল্য ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
পর্যটন করপোরেশনের তথ্য বলছে, দুটি টয়োটা এসি টুরিস্ট কোস্টারে করে পর্যটকদের নিয়ে যাওয়া হবে। সকাল ৮টায় পর্যটন ভবনে পর্যটকদের উপস্থিতির পর তাঁদের নাশতা দেওয়া হবে। এরপর সকাল সাড়ে ৮টায় সেখান থেকে যাত্রা শুরু হবে। যাত্রাপথে পদ্মা সেতু ও ভাঙ্গা চত্বর দেখানোর ব্যবস্থা থাকবে। এরপর ভাঙ্গা চত্বরসংলগ্ন একটি রেস্তোরাঁয় দেওয়া হবে যাত্রাবিরতি। এর মধ্যে সেখানে হালকা নাশতা দেওয়ার পর বেলা একটায় টুঙ্গিপাড়ায় পর্যটন করপোরেশনের নিজস্ব মোটেল মধুমতীতে নিয়ে যাওয়া হবে পর্যটকদের। সেই মোটেলেই দুপুরের খাবার খাওয়ার পর বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স, তাঁর স্মৃতিবিজড়িত স্থান ও জন্মভিটা পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
তারপর আবার ঢাকায় ফেরার পালা। বিকেল ৪টায় মোটেল থেকে ফিরতি যাত্রা শুরু হবে। ভাঙ্গায় আবার একটি হোটেলে যাত্রাবিরতি ও নাশতা শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকায় ফেরার আয়োজন থাকবে।
পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘শোকের মাসে এই প্যাকেজ চালু করা হচ্ছে। এতে অংশ নিয়ে পর্যটকেরা পদ্মা সেতু, ভাঙ্গা চত্বর, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স, স্মৃতিবিজড়িত স্থান ও তাঁর জন্মভিটা দেখার সুযোগ পাবে।’
মো. জিয়াউল হক হাওলাদার জানান, ১৮ আগস্ট টুঙ্গিপাড়া ভ্রমণের বুকিং এরই মধ্যে শুরু হয়েছে। টুঙ্গিপাড়ায় ৯ ও ২৩ সেপ্টেম্বরও এই প্যাকেজে দর্শনার্থীরা ভ্রমণ করতে পারবে। এর জন্য পর্যটন ভবনে এসে বুকিং দিতে হবে। তবে কেউ ঢাকার বাইরে থাকলে বিকাশে টাকা পাঠিয়েও বুকিং দিতে পারবে।
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৬ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৬ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৬ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
৭ ঘণ্টা আগে