নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও ১৫ মাস মৌলভীবাজার কারাগারে থাকা ভারতীয় কিশোর রোহি দাসকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার (১০ ডিসেম্বর) আইনজীবী বিভূতি তরফদারের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহী দাস। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয় এবং সাজা দেওয়া হয়। রিটকারীর দাবি, আসামির সাজার মেয়াদ শেষ হয়েছে। আদালত বলেছেন, অন্য কোনো মামলায় আটক না থাকলে তাঁকে মুক্তি দিতে।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেড় বছর ধরে মৌলভীবাজারের কারাগারে আটক আছেন রোহি দাস। মায়ের সঙ্গে রাগ করে গত বছরের ৩ জুন ভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন তিনি। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাকে আটক করে।
আদালত ভারতীয় কিশোরকে তিন মাস ২০ দিনের কারাদণ্ড দেন। তবে, আদালত সাজা দেওয়ার আগেই, অর্থাৎ যে তারিখে ঘোষণা করা হয় এর আগেই সাজা খাটার মেয়াদ শেষ হয়ে যায়। ফলে আদালত তাকে মুক্তির নির্দেশ দেন। কিন্তু, সাজা শেষ হওয়ার ১৫ মাস পরও মুক্তি মেলেনি তার।
এর আগে বিষয়টি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ প্রচার করা হয়। রোববার আইনজীবী বিভূতি তরফদার সংবাদটি সংযোজন করে রিট দায়ের করেন। রিটে কিশোরকে তার মায়ের কাছে ফেরত দিতে নির্দেশনা চাওয়া হয়।
সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও ১৫ মাস মৌলভীবাজার কারাগারে থাকা ভারতীয় কিশোর রোহি দাসকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার (১০ ডিসেম্বর) আইনজীবী বিভূতি তরফদারের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহী দাস। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয় এবং সাজা দেওয়া হয়। রিটকারীর দাবি, আসামির সাজার মেয়াদ শেষ হয়েছে। আদালত বলেছেন, অন্য কোনো মামলায় আটক না থাকলে তাঁকে মুক্তি দিতে।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেড় বছর ধরে মৌলভীবাজারের কারাগারে আটক আছেন রোহি দাস। মায়ের সঙ্গে রাগ করে গত বছরের ৩ জুন ভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন তিনি। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাকে আটক করে।
আদালত ভারতীয় কিশোরকে তিন মাস ২০ দিনের কারাদণ্ড দেন। তবে, আদালত সাজা দেওয়ার আগেই, অর্থাৎ যে তারিখে ঘোষণা করা হয় এর আগেই সাজা খাটার মেয়াদ শেষ হয়ে যায়। ফলে আদালত তাকে মুক্তির নির্দেশ দেন। কিন্তু, সাজা শেষ হওয়ার ১৫ মাস পরও মুক্তি মেলেনি তার।
এর আগে বিষয়টি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ প্রচার করা হয়। রোববার আইনজীবী বিভূতি তরফদার সংবাদটি সংযোজন করে রিট দায়ের করেন। রিটে কিশোরকে তার মায়ের কাছে ফেরত দিতে নির্দেশনা চাওয়া হয়।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
১ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
২ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
২ ঘণ্টা আগে