উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করত এক কিশোরী। সে মায়ের কাছে যেতে চেয়েছিল। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। তাই ৮তলা ভবনের ৭তলার কার্নিশ বেয়ে নামতে চেয়েছিল। কিন্তু কার্নিশে আটকে যায় মেয়েটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ১৪৩ নম্বর প্লটের ৮তলা ভবনের ৭তলা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, মেয়েটির বাবা মারা যাওয়ার পর মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। মায়ের কাছে যেতে চেয়েছিল মেয়েটি। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। তাই ৮তলা ভবনের ৭তলা থেকে কার্নিশ বেয়ে নেমে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু নামতে গিয়ে কার্নিশে আটকে যায়।
পরে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সেখানে গিয়ে জানালার গ্রিল কেটে কার্নিশ থেকে কিশোরীকে নিরাপদে উদ্ধার করে।
কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন বিল কাউশী গ্রামে। বাবা মৃত আল আমিন। রাজধানীর বসুন্ধরা এলাকার ওই ভবনটিতে জনৈক পারভিন আক্তারের বাসায় গৃহকর্মীর কাজ করত। ওই এলাকায় মেয়েটির দাদিও থাকে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-৩–এর উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে খবর পাওয়া যায় বসুন্ধরা এলাকার ৮তলা ভবনের ৭তলার কার্নিশে এক কিশোরী গৃহকর্মী আত্মহত্যার জন্য অবস্থান নিয়েছে। পরে বারিধারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে মেয়েটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে ভাটারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সফিকুল ইসলাম আরও বলেন, ‘উদ্ধার হওয়া কিশোরী ভবনটির পঞ্চম তলার জনৈক পারভিন আক্তার নামে একজনের বাসায় গৃহকর্মীর কাজ করত।’
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, কিশোরীর বাবা মারা গেছে। মায়ের বিয়ে হয়ে গেছে অন্যত্র। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের একটি ভবনে সে গৃহকর্মীর কাজ করত। সে মায়ের কাছে যেতে চাইছিল অনেকদিন ধরে। কিন্তু দাদি যেতে দেয়নি। দাদিও ওই এলাকায় থাকে। এ নিয়ে দাদির ওপর অভিমান করে মেয়েটি। পরে আটতলা ভবনের সাততলা থেকে কার্নিশ বেয়ে নেমে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে কার্নিশে আটকে পড়ে সে। পরে এক ব্যক্তি বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানায়।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করত এক কিশোরী। সে মায়ের কাছে যেতে চেয়েছিল। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। তাই ৮তলা ভবনের ৭তলার কার্নিশ বেয়ে নামতে চেয়েছিল। কিন্তু কার্নিশে আটকে যায় মেয়েটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ১৪৩ নম্বর প্লটের ৮তলা ভবনের ৭তলা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, মেয়েটির বাবা মারা যাওয়ার পর মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। মায়ের কাছে যেতে চেয়েছিল মেয়েটি। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। তাই ৮তলা ভবনের ৭তলা থেকে কার্নিশ বেয়ে নেমে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু নামতে গিয়ে কার্নিশে আটকে যায়।
পরে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সেখানে গিয়ে জানালার গ্রিল কেটে কার্নিশ থেকে কিশোরীকে নিরাপদে উদ্ধার করে।
কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন বিল কাউশী গ্রামে। বাবা মৃত আল আমিন। রাজধানীর বসুন্ধরা এলাকার ওই ভবনটিতে জনৈক পারভিন আক্তারের বাসায় গৃহকর্মীর কাজ করত। ওই এলাকায় মেয়েটির দাদিও থাকে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-৩–এর উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে খবর পাওয়া যায় বসুন্ধরা এলাকার ৮তলা ভবনের ৭তলার কার্নিশে এক কিশোরী গৃহকর্মী আত্মহত্যার জন্য অবস্থান নিয়েছে। পরে বারিধারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে মেয়েটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে ভাটারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সফিকুল ইসলাম আরও বলেন, ‘উদ্ধার হওয়া কিশোরী ভবনটির পঞ্চম তলার জনৈক পারভিন আক্তার নামে একজনের বাসায় গৃহকর্মীর কাজ করত।’
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, কিশোরীর বাবা মারা গেছে। মায়ের বিয়ে হয়ে গেছে অন্যত্র। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের একটি ভবনে সে গৃহকর্মীর কাজ করত। সে মায়ের কাছে যেতে চাইছিল অনেকদিন ধরে। কিন্তু দাদি যেতে দেয়নি। দাদিও ওই এলাকায় থাকে। এ নিয়ে দাদির ওপর অভিমান করে মেয়েটি। পরে আটতলা ভবনের সাততলা থেকে কার্নিশ বেয়ে নেমে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে কার্নিশে আটকে পড়ে সে। পরে এক ব্যক্তি বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানায়।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৫ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৫ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৬ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৬ ঘণ্টা আগে