প্রবেশপথে তল্লাশিচৌকি, ভোগান্তিতে জনসাধারণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১২: ৫১
Thumbnail image

ঢাকার প্রবেশপথগুলোতে আজ শনিবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। সকাল থেকেই তাই ঢাকার প্রবেশমুখ টঙ্গী ব্রিজ ও আব্দুল্লাহপুর এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি করতে দেখা যায় পুলিশকে। তা ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ এলাকা পর্যন্ত দশটি স্থানে তল্লাশিচৌকি বসিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি না পাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা যায়নি। তবে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে নেতা-কর্মীরা অবস্থান নেন।

আবদুল্লাহপুর মোড়ে সড়ক ও সড়কের পাশে অবস্থান করতে দেখা গেছে ৪০ থেকে ৫০ জন পুলিশ সদস্যকে। কোনো যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল বা কোনো পথচারীকে সন্দেহ হলেই তাঁরা গতি রোধ করে তল্লাশি চালাচ্ছেন। এ সময় যাত্রীরা বিরক্ত হওয়ার পাশাপাশি কিছুটা আতঙ্ক অনুভবের কথা জানান।

এদিকে দুই দলই রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান করার ঘোষণা দিলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি না পাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা যায়নি। তবে স্থানীয় ওয়ার্ড কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। 

আজ শনিবার সকাল থেকেই রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিএনপির নেতা-কর্মীদের জড়ো হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টার পর্যন্ত বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। তবে সড়কে গণপরিবহনের চাপ রয়েছে।  

নাসরিন নাজিফা লেখাপড়া করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সকালে ক্লাসে যোগ দিতে গাজীপুরের বড়বাড়ী এলাকা থেকে রাজধানীর উত্তরায় পৌঁছান তিনি। নাজিফা বলেন, সকাল সাড়ে ৮টায় বাসযোগে রওনা দিয়েছি। পথে পাচটি পুলিশের চেকপোস্ট পেরিয়ে উত্তরায় পৌঁছেছি। চেকপোস্টের কারণে টঙ্গীর স্টেশন রোড থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত দীর্ঘ যানজটের দৃষ্টি হয়েছে। 

অন্যদিকে টঙ্গীর তুরাগ নদের খেয়া (নৌকা) পারাপার বন্ধ করে দিয়েছে পুলিশ। গাজীপুর থেকে নদীপথে বিএনপির নেতা-কর্মীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়া পারাপার বন্ধ থাকছে। 

এ ছাড়া টঙ্গীর তুরাগ নদের ওপর রেল সেতুতেও পুলিশ অবস্থান নিয়েছে। রেল সেতু পেরিয়ে যেতে তল্লাশিতে পড়তে হচ্ছে এই পথে চলাচলকারী জনসাধারণের।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিএনপির নেতা-কর্মীদের জড়ো হওয়ার খবর থাকলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাদের দেখা যায়নি। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে বাড়তি পুলিশ সড়কে রয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মো. মাহবুব উজ জামান বলেন, ‘এটি আমাদের নিয়মিত তল্লাশির অংশ। বিএনপির কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়নি। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত