Ajker Patrika

থানায় পরনের প্যান্ট খুলে আত্মহত্যার চেষ্টা হাজতির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুন ২০২৪, ১৮: ১৯
থানায় পরনের প্যান্ট খুলে আত্মহত্যার চেষ্টা হাজতির 

রাজধানীর খিলক্ষেত থানাহাজতে আরিফ হোসেন নামে মাদক মামলার এক আসামি পরনের প্যান্ট খুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এর আগেই দায়িত্বরত সিপাহি দেখে ফেলেন এবং তাঁকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আজ মঙ্গলবার সকালে থানাহাজতের ভেতরে ঘটে যাওয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

তিনি আজকের পত্রিকাকে বেলেন, ‘আরিফ একজন মাদক মামলার আসামি। তাঁর বিরুদ্ধে আরও কিছু মামলা আছে। সকালে থানাহাজতে বন্দী অবস্থায় নিজের পরনের প্যান্ট খুলে, ফাঁসি নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেন্ট্রি দেখে ফেলায় সেটা আর সম্ভব হয়নি।’

এদিকে ওই হাজতির স্ত্রী পান্নার দাবি—তাঁর স্বামীকে ইয়াবা দিয়ে আটক করে নিয়ে গেছে পুলিশ।

এ বিষয়ে তিনি জানান, কুড়াতলি উত্তরপাড়ায় পরিবার নিয়ে থাকেন তাঁরা। আরিফ আগে পুলিশের সোর্সের কাজ করতেন, এখন আর করেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত