সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
পকেটমার সাজিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ কনস্টেবলসহ দুজনকে গণপিটুনির ঘটনা ঘটেছে। পরে তাঁদের থানা–পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় লোকজন। আজ রোববার সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী মোহাম্মদ আবু নুর শফিউজ্জামান (৫৫) দিনাজপুর জেলার হাসেমপুর থানার মৃত শরাফত আলীর ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার কনস্টেবল পদে কর্মরত। অন্যজন তাঁর বন্ধু মো. রাজু (৪৫)। তিনি বরিশাল জেলার মোল্লাদি থানার নেছার উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী দুই দোকানি বলেন, ‘মারধর করে পুলিশ দেওয়া ওই দুই ব্যক্তিকে সানারপাড়ের কয়েকজন ছেলের সঙ্গে কথা বলতে দেখা গেছে। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে ছেলেগুলো আশপাশের লোকজনকে ডাকামাত্রই মারধর শুরু হয়। আমরা পরে শুনেছি, তাঁরা নাকি পুলিশের লোক পরিচয় দিয়েছেন। পরে লোকজন কার্ড দেখাতে বললে উনারা ডুপ্লিকেট দেখান।’
এ বিষয়ে ওসি আল মামুন বলেন, ‘স্থানীয় লোকজন আমাদের কাছে যে দুই ব্যক্তিকে দিয়েছেন, তাদের মধ্যে একজন পুলিশ সদস্য এবং আরেকজন তাঁর বন্ধু। মূলত সানারপাড় এলাকার কয়েকজন ছেলে পকেটমার আখ্যা দিয়ে আশপাশের লোকজনকে ডাকেন। তখন তাঁরা পুলিশ সদস্য পরিচয় দিলে ভুয়া পুলিশ বলে মারধর করেন।’
ওসি আরও বলেন, ‘যে ব্যক্তি পুলিশের সদস্য তার কাছে অরিজিনাল কার্ডই রয়েছে। সে পুলিশেরই লোক। মূলত ওই ছেলেগুলো এই ব্যক্তিদের পকেটে হাত দিয়েছে। কিন্তু তারা উল্টো জনগণকে বুঝিয়েছে যে তাদের পকেট মারতে গেছেন।’
পকেটমার সাজিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ কনস্টেবলসহ দুজনকে গণপিটুনির ঘটনা ঘটেছে। পরে তাঁদের থানা–পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় লোকজন। আজ রোববার সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী মোহাম্মদ আবু নুর শফিউজ্জামান (৫৫) দিনাজপুর জেলার হাসেমপুর থানার মৃত শরাফত আলীর ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার কনস্টেবল পদে কর্মরত। অন্যজন তাঁর বন্ধু মো. রাজু (৪৫)। তিনি বরিশাল জেলার মোল্লাদি থানার নেছার উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী দুই দোকানি বলেন, ‘মারধর করে পুলিশ দেওয়া ওই দুই ব্যক্তিকে সানারপাড়ের কয়েকজন ছেলের সঙ্গে কথা বলতে দেখা গেছে। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে ছেলেগুলো আশপাশের লোকজনকে ডাকামাত্রই মারধর শুরু হয়। আমরা পরে শুনেছি, তাঁরা নাকি পুলিশের লোক পরিচয় দিয়েছেন। পরে লোকজন কার্ড দেখাতে বললে উনারা ডুপ্লিকেট দেখান।’
এ বিষয়ে ওসি আল মামুন বলেন, ‘স্থানীয় লোকজন আমাদের কাছে যে দুই ব্যক্তিকে দিয়েছেন, তাদের মধ্যে একজন পুলিশ সদস্য এবং আরেকজন তাঁর বন্ধু। মূলত সানারপাড় এলাকার কয়েকজন ছেলে পকেটমার আখ্যা দিয়ে আশপাশের লোকজনকে ডাকেন। তখন তাঁরা পুলিশ সদস্য পরিচয় দিলে ভুয়া পুলিশ বলে মারধর করেন।’
ওসি আরও বলেন, ‘যে ব্যক্তি পুলিশের সদস্য তার কাছে অরিজিনাল কার্ডই রয়েছে। সে পুলিশেরই লোক। মূলত ওই ছেলেগুলো এই ব্যক্তিদের পকেটে হাত দিয়েছে। কিন্তু তারা উল্টো জনগণকে বুঝিয়েছে যে তাদের পকেট মারতে গেছেন।’
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনায় দিনব্যাপী পথনাটক ও পটগান প্রদর্শনী হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টার দিকে নগরীর শহীদ হাদিস পার্কে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিস
২৬ মিনিট আগেপাহাড়ে একাধিক সশস্ত্র সংগঠন গঠন করে দিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্দোলন থামিয়ে দেওয়ার অপচেষ্টা করা হলে ভালো ফল বয়ে আনবে না। দীর্ঘ ২৭ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক ধারাগুলোর যথাযথ বাস্তবায়ন হয়নি। ফলে পার্বত্য চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম সমস্যার যে রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধান আশা
৪২ মিনিট আগেভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং রাজধানীর উত্তরায় এসব বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা বিক্ষোভ মিছিল
১ ঘণ্টা আগেজুলাই–আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য কামরুল ইসলামকে আগামী বুধবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে