Ajker Patrika

পদ্মায় ধরা পড়ল সাড়ে ১২ কেজির বোয়াল, ১৩ হাজার টাকায় বিক্রি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৩, ১০: ৪৪
পদ্মায় ধরা পড়ল সাড়ে ১২ কেজির বোয়াল, ১৩ হাজার টাকায় বিক্রি

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১২ কেজির একটি বোয়াল মাছ। মাছটি পরে স্থানীয় এক ইউপি সদস্য ও মাছ ব্যবসায়ী ১৩ হাজার ২০০ টাকায় কিনে নিয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের শ্যামল হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

স্থানীয় জেলেরা জানান, রোববার দিবাগত মধ্যরাতে হারুকান্দি ইউনিয়নের পদ্মায় মাছটি ধরা পড়ে। পরে সকালে তিনি মাছটি হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ট্রলারঘাট মৎস্য আড়তে নিয়ে যান। আড়ত থেকে সাড়ে ১২ কেজি ওজনের মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার ও বয়ড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সুমন রাজবংশী রাধু। 

জেলে শ্যামল হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা নদীতে ভেশাল জাল দিয়ে দীর্ঘদিন মাছ ধরে আসছি। বড় মাছ ধরলে ভালো লাগে। আড়তদার রাধু দাদা মাছটি খাওয়ার জন্য নিয়েছেন। তাই রাধু দাদার কাছে ১৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।’

মাছটির ক্রেতা আড়তদার সুমন রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার ভোরে পদ্মা নদীতে শ্যামল হালদারের ভেশাল জালে বোয়াল মাছটি আটকা পড়ে। আমি আড়তদার হওয়ায় বেশি দামাদামি করেনি শ্যামল। ১৩ হাজার ২০০ টাকায় মাছটি আমাকে দিয়েছে। আমি খাওয়ার জন্য মাছটি নিয়েছি। অনেকে মাছটি আরও বেশি দামে কিনতে চেয়েছেন। মাছটি বর্তমানে মাছ ব্যবসায়ী পবন ও ত্রপার কাছে রেখেছি।’ 

মাছ ব্যবসায়ী পবন ও ত্রপা রাজবংশী জানান, তাঁরা নিয়মিতই বড় মাছ কিনে কেজিতে ১০০-২০০ টাকা লাভ হলে বিক্রি করে দেন। মাছটি তাঁদের কাছে রাখায় অনেকেই মাছটি কিনতে চেয়েছেন। তাঁদের কাছে দাম হাঁকাচ্ছেন।

এ বিষয়ে হরিরামপুর উপজেলার মৎস্য কর্মকর্তা ফরমান আলী আজকের পত্রিকাকে বলেন, পদ্মা নদীতে এখন নিয়মিত বোয়াল আর পাঙাশ মাছ ধরা পড়ছে। পদ্মার মাছ অনেক সুস্বাদু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত