নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের কেনাকাটা করে বড় ভাইয়ের সঙ্গে ব্যাটারিচালিত একটি ভ্যানে পা ঝুলিয়ে বসে বাড়ি ফিরছিল ৭ বছরের হোসাইন। বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানেই বাঁ পা থেঁতলে যায় হোসাইনের।
গতকাল রোববার দুপুরে হাসপাতালে অস্ত্রোপচার করে তার পা কেটে ফেলা হয়েছে। অচেতন অবস্থা থেকে ফিরলেও শিশু হোসাইন এখনো জানে না ঈদে কেনা জুতো জোড়া আর পরা হবে না তার।
চিকিৎসকেরা জানিয়েছেন, এ ছাড়া তাঁদের আর কোনো উপায় ছিল না। তবে শিশুটিকে এখনো জানানো হয়নি।
আজ সোমবারও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু) হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ের নিচতলায় ‘এ’ ওয়ার্ডের ২২ নম্বর বেডে ভর্তি রয়েছে ছোট্ট হোসাইন।
শিশু হোসাইনের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে। সেখানকার ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সে। হাসপাতালে ছোট ভাইকে দেখাশোনা করছেন বড় ভাই হারুন। অভাবের পরিবারে আছেন ভ্যানচালক বাবা আর মা। বড় ভাই হারুন চুয়াডাঙ্গার স্থানীয় একটি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে হারুন আজকের পত্রিকাকে জানান, ঈদের নতুন জুতার আবদার করেছিল ছোট ভাই। বাবার সেই সামর্থ্য না থাকায় ঈদের আগের দিন উপজেলা শহরে ছোট ভাইকে নিয়ে গিয়েছিলেন তিনি। ব্যাটারিচালিত একটি ভ্যানের বাঁ পাশে বসেছিল হোসাইন। তিনি বসেছিলেন ডান দিকে। উল্টো দিক থেকে আরেকটি খালি ভ্যান এসে হোসাইনের বাঁ পায়ে হাঁটুর কাছে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে অচেতন হয়ে যায় হোসাইন। সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় জীবননগর সরকারি হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সেদিন রাতেই ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় হোসাইনকে।
হারুন আরও জানান, চিকিৎসকেরা বলেছেন, হোসাইনের পায়ের রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনোভাবেই পা-টা রাখা সম্ভব হবে না। বেশি দিন হয়ে গেল পচন ধরতে পারে। তাই যত দ্রুত সম্ভব কেটে ফেলতে পারলে ভালো।
ঈদের কেনাকাটা করে বড় ভাইয়ের সঙ্গে ব্যাটারিচালিত একটি ভ্যানে পা ঝুলিয়ে বসে বাড়ি ফিরছিল ৭ বছরের হোসাইন। বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানেই বাঁ পা থেঁতলে যায় হোসাইনের।
গতকাল রোববার দুপুরে হাসপাতালে অস্ত্রোপচার করে তার পা কেটে ফেলা হয়েছে। অচেতন অবস্থা থেকে ফিরলেও শিশু হোসাইন এখনো জানে না ঈদে কেনা জুতো জোড়া আর পরা হবে না তার।
চিকিৎসকেরা জানিয়েছেন, এ ছাড়া তাঁদের আর কোনো উপায় ছিল না। তবে শিশুটিকে এখনো জানানো হয়নি।
আজ সোমবারও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু) হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ের নিচতলায় ‘এ’ ওয়ার্ডের ২২ নম্বর বেডে ভর্তি রয়েছে ছোট্ট হোসাইন।
শিশু হোসাইনের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে। সেখানকার ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সে। হাসপাতালে ছোট ভাইকে দেখাশোনা করছেন বড় ভাই হারুন। অভাবের পরিবারে আছেন ভ্যানচালক বাবা আর মা। বড় ভাই হারুন চুয়াডাঙ্গার স্থানীয় একটি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে হারুন আজকের পত্রিকাকে জানান, ঈদের নতুন জুতার আবদার করেছিল ছোট ভাই। বাবার সেই সামর্থ্য না থাকায় ঈদের আগের দিন উপজেলা শহরে ছোট ভাইকে নিয়ে গিয়েছিলেন তিনি। ব্যাটারিচালিত একটি ভ্যানের বাঁ পাশে বসেছিল হোসাইন। তিনি বসেছিলেন ডান দিকে। উল্টো দিক থেকে আরেকটি খালি ভ্যান এসে হোসাইনের বাঁ পায়ে হাঁটুর কাছে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে অচেতন হয়ে যায় হোসাইন। সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় জীবননগর সরকারি হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সেদিন রাতেই ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় হোসাইনকে।
হারুন আরও জানান, চিকিৎসকেরা বলেছেন, হোসাইনের পায়ের রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনোভাবেই পা-টা রাখা সম্ভব হবে না। বেশি দিন হয়ে গেল পচন ধরতে পারে। তাই যত দ্রুত সম্ভব কেটে ফেলতে পারলে ভালো।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৫ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৬ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৬ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৭ ঘণ্টা আগে