নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত চাকরি মেলায় জমা পড়েছে আড়াই শ চাকরি প্রত্যাশীর সিভি (জীবনবৃত্তান্ত)। আজ শুক্রবার রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের সাতটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ এবং অঞ্চল পরিকল্পনায় স্নাতক ও স্নাতকোত্তর চাকরিপ্রত্যাশীরা অংশ নেন।
মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ। তিনি বলেন, ‘এক ছাদের নিচে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার। চাকরিপ্রার্থী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই চাকরি মেলা একটি সেতুবন্ধন তৈরি করবে।’
মেলার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন। তিনি বলেন, নগর পরিকল্পনাবিদরা তাদের মেধা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে বর্তমান সরকারের ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে পরিকল্পিত নগরায়ণ, গ্রামীণ উন্নয়ন, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন ব্যবস্থাপনা এবং পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রাখছেন। এমতাবস্থায়, নগর পরিকল্পনাবিদদের সঠিক পদায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা কাজে লাগানোর মধ্য দিয়ে দেশের পরিকল্পিত অগ্রযাত্রা আরও বেগবান হবে। তরুণ পরিকল্পনাবিদদের ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ করে দেওয়াই মেলার উদ্দেশ্য বলে জানান তিনি।
মেলার দ্বিতীয় পর্বে পরিকল্পনাবিদদের ক্যারিয়ার সংক্রান্ত দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে ক্যারিয়ার টকের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ এর সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট রাজেশ রোহাতি। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন পদক্ষেপে পরিকল্পনাবিদদের অন্তর্ভুক্ত হওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও তিনি নিয়োগ যোগ্যতা বৃদ্ধিতে পরিকল্পনা পেশাকে প্রধান লক্ষ্য হিসেবে রেখে মাল্টিডিসিপ্লিনারি বিষয়ে জ্ঞান আরোহণের প্রতি গুরুত্ব দেন।
প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ভলান্টিয়ার শেখ নওরিন লায়লা গ্লোবাল ক্যারিয়ার গড়ে তোলার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। তিনি প্রজেক্ট ম্যানেজমেন্ট এর বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি পরিকল্পনাবিদদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এসমেক, শেলটেক প্রাইভেট লিমিটেড, ডেভেলপমেন্ট ডিজাইন কন্সাল্টেন্টস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ত্রয়ী অ্যাসোসিয়েটস, জিওমার্ক লিমিটেড, টিলার, দেশ উপদেশ লিমিটেড, প্ল্যানিং, ডিজাইন এবং রিসার্চ কনসালট্যান্ট, একুমেন আর্কিটেক্টস অ্যান্ড প্ল্যানার্স লিমিটেডসহ ১২টি নিয়োগদাতা প্রতিষ্ঠান মেলায় অংশ নেয় (জব অফার করে)।
আয়োজকেরা জানান, চাকরিপ্রত্যাশীরা মেলায় বিভিন্ন স্টলে তাদের সিভি দিয়েছেন। নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাথমিক সাক্ষাৎকারের পর্বও শেষ করছেন অনেকে। এরপর যাচাই বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত চাকরি মেলায় জমা পড়েছে আড়াই শ চাকরি প্রত্যাশীর সিভি (জীবনবৃত্তান্ত)। আজ শুক্রবার রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের সাতটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ এবং অঞ্চল পরিকল্পনায় স্নাতক ও স্নাতকোত্তর চাকরিপ্রত্যাশীরা অংশ নেন।
মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ। তিনি বলেন, ‘এক ছাদের নিচে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার। চাকরিপ্রার্থী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই চাকরি মেলা একটি সেতুবন্ধন তৈরি করবে।’
মেলার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন। তিনি বলেন, নগর পরিকল্পনাবিদরা তাদের মেধা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে বর্তমান সরকারের ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে পরিকল্পিত নগরায়ণ, গ্রামীণ উন্নয়ন, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন ব্যবস্থাপনা এবং পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রাখছেন। এমতাবস্থায়, নগর পরিকল্পনাবিদদের সঠিক পদায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা কাজে লাগানোর মধ্য দিয়ে দেশের পরিকল্পিত অগ্রযাত্রা আরও বেগবান হবে। তরুণ পরিকল্পনাবিদদের ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ করে দেওয়াই মেলার উদ্দেশ্য বলে জানান তিনি।
মেলার দ্বিতীয় পর্বে পরিকল্পনাবিদদের ক্যারিয়ার সংক্রান্ত দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে ক্যারিয়ার টকের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ এর সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট রাজেশ রোহাতি। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন পদক্ষেপে পরিকল্পনাবিদদের অন্তর্ভুক্ত হওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও তিনি নিয়োগ যোগ্যতা বৃদ্ধিতে পরিকল্পনা পেশাকে প্রধান লক্ষ্য হিসেবে রেখে মাল্টিডিসিপ্লিনারি বিষয়ে জ্ঞান আরোহণের প্রতি গুরুত্ব দেন।
প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ভলান্টিয়ার শেখ নওরিন লায়লা গ্লোবাল ক্যারিয়ার গড়ে তোলার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। তিনি প্রজেক্ট ম্যানেজমেন্ট এর বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি পরিকল্পনাবিদদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এসমেক, শেলটেক প্রাইভেট লিমিটেড, ডেভেলপমেন্ট ডিজাইন কন্সাল্টেন্টস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ত্রয়ী অ্যাসোসিয়েটস, জিওমার্ক লিমিটেড, টিলার, দেশ উপদেশ লিমিটেড, প্ল্যানিং, ডিজাইন এবং রিসার্চ কনসালট্যান্ট, একুমেন আর্কিটেক্টস অ্যান্ড প্ল্যানার্স লিমিটেডসহ ১২টি নিয়োগদাতা প্রতিষ্ঠান মেলায় অংশ নেয় (জব অফার করে)।
আয়োজকেরা জানান, চাকরিপ্রত্যাশীরা মেলায় বিভিন্ন স্টলে তাদের সিভি দিয়েছেন। নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাথমিক সাক্ষাৎকারের পর্বও শেষ করছেন অনেকে। এরপর যাচাই বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৭ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৮ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৮ ঘণ্টা আগে