সীমান্ত সম্ভারে চুরির রহস্য উদ্‌ঘাটন, ৫০ ভরি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৫: ৪০
Thumbnail image
গ্রেপ্তারকৃত তিনজন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির রহস্য উদ্‌ঘাটন ও চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁদের হেফাজত থেকে চুরির সর্বমোট ৫০ ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার থেকে শনিবার (৩ দিন) পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ ও মুরাদনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগ।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসার মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেন (৩১)।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩ জানুয়ারি) আনুমানিক বেলা ১টার দিকে ধানমন্ডি মডেল থানা এলাকার বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের নিচতলার ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ এর (দোকান নম্বর—১৪ ও ১৫) শো-রুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উক্ত শো-রুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, অজ্ঞাতনামা চোরেরা শো-রুমের তালা কেটে ভেতরে প্রবেশ করে ১৫৯ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকার বেশি।

ডিবি পুলিশ জানায়, ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক অভিনব পদ্ধতিতে শো-রুমের সাটার কেটে ভেতরে প্রবেশ করে মাত্র ৮ মিনিটের মধ্যে স্বর্ণালংকারসহ সংঘবদ্ধ চোরচক্র পালিয়ে যায়। ওই দলের একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে এবং অপর একজন দ্রুত শাঁটারের তালা কাটে। তৃতীয় এক ব্যক্তি শো-রুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালংকার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে আসে। এ ছাড়া আরও কয়েকজনকে শো-রুমের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

ডিবি পুলিশ আরও জানায়, ভিডিও ফুটেজ থেকে পাওয়া ছবির সঙ্গে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে অভিযান শুরু করে। অভিযানে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে মো. রুবেল নামে একজনকে হেফাজতে নেওয়া হয়। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে কুমিল্লার দেবীদ্বার বাজার সংলগ্ন নিউমার্কেট এলাকা থেকে সফিক ওরফে সোহেলকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা মুরাদনগর থানা এলাকার কোম্পানীগঞ্জ বাজারের একটি জুয়েলারি দোকান থেকে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালংকার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালংকারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে সাদ্দাম হোসেনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের হেফাজত থেকে মোট ৫০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চক্র শনাক্ত করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত