টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধসহ গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জায়েদা খাতুনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর খাঁপাড়া এলাকার মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
কারখানা শ্রমিকেরা জানান, আজ সকাল ৮টায় তাঁরা কাজে যোগ দেন। কয়েক ঘণ্টা পর শ্রমিকদের কয়েকজন বেতন পরিশোধের দাবি জানান। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধে গড়িমসি করলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে স্লোগান দিতে থাকেন। দুপুর ১২টার দিকে কারখানা ছেড়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খাঁপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন। ১০ মিনিট পর তাঁরা মহাসড়ক ছেড়ে গাজীপুরের বোর্ডবাজারের হারিকেন এলাকায় গাসিক মেয়র জায়েদা খাতুনের বাসভবনের সামনে অবস্থান নেন।
কারখানার শ্রমিকেরা বলেন, মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ৮০০ জন শ্রমিক কাজ করেন। কারখানাটিতে এখনো গত এপ্রিল মাসের বেতন বাকি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘পাঁচ দিন ধরে বেতন পরিশোধের তারিখ দিলেও বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। তাই আজ আমরা আন্দোলন করছি। গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বাড়িতে যাচ্ছি। তিনি মালিকের সঙ্গে কথা বলে আমাদের বেতন পাইয়ে দিতে ব্যবস্থা নেবেন।’
কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি দ্রুতই বেতনের ব্যবস্থা করবেন।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী আজকের পত্রিকাকে বলেন, গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কয়েক দিন ধরে বেতন পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ তা করছে না। আজ দুপুরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ১২টার দিকে তারা গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে গাজীপুর শিল্প পুলিশের সদস্যরা রয়েছেন।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধসহ গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জায়েদা খাতুনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর খাঁপাড়া এলাকার মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
কারখানা শ্রমিকেরা জানান, আজ সকাল ৮টায় তাঁরা কাজে যোগ দেন। কয়েক ঘণ্টা পর শ্রমিকদের কয়েকজন বেতন পরিশোধের দাবি জানান। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধে গড়িমসি করলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে স্লোগান দিতে থাকেন। দুপুর ১২টার দিকে কারখানা ছেড়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খাঁপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন। ১০ মিনিট পর তাঁরা মহাসড়ক ছেড়ে গাজীপুরের বোর্ডবাজারের হারিকেন এলাকায় গাসিক মেয়র জায়েদা খাতুনের বাসভবনের সামনে অবস্থান নেন।
কারখানার শ্রমিকেরা বলেন, মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ৮০০ জন শ্রমিক কাজ করেন। কারখানাটিতে এখনো গত এপ্রিল মাসের বেতন বাকি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘পাঁচ দিন ধরে বেতন পরিশোধের তারিখ দিলেও বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। তাই আজ আমরা আন্দোলন করছি। গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বাড়িতে যাচ্ছি। তিনি মালিকের সঙ্গে কথা বলে আমাদের বেতন পাইয়ে দিতে ব্যবস্থা নেবেন।’
কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি দ্রুতই বেতনের ব্যবস্থা করবেন।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী আজকের পত্রিকাকে বলেন, গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কয়েক দিন ধরে বেতন পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ তা করছে না। আজ দুপুরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ১২টার দিকে তারা গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে গাজীপুর শিল্প পুলিশের সদস্যরা রয়েছেন।
টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেবুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
১১ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার আদমজী ইপিজেডে এই ঘটনা ঘটে।
২১ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে