Ajker Patrika

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: প্রিন্স

সাভার (ঢাকা) প্রতিনিধি
জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমে এসব কথা বলেন রুহিন হোসেন প্রিন্স। ছবি: আজকের পত্রিকা
জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমে এসব কথা বলেন রুহিন হোসেন প্রিন্স। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন-ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে। ভালোভাবে সংস্কারের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘ভালো সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন ডিসেম্বরে কেন, এর আগেই সম্ভব বলে আমরা মনে করি।’

আজ বুধবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সকাল সোয়া ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমে এসব কথা বলেন প্রিন্স।

কমিউনিস্ট পার্টির এই নেতা বলেন, ‘আমরা বলেছি, নির্বাচন-ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে। আমরা মনে করি, এর জন্য এই যে এত দিন সময় গেল, এটা কালক্ষেপণ হলো। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের যদি বলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ভালো নির্বাচন কীভাবে করা যাবে আলোচনা করতে, তাহলে তারা উত্থাপন করতে পারত।’

তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলছি, আগামীকাল থেকে ওই টিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করুক যে নির্বাচন-ব্যবস্থা কীভাবে সংস্কার করে ভালো নির্বাচন করা যায়। দুই মাসও সময় লাগবে না। অতএব, ভালো সংস্কার করে নির্বাচন ডিসেম্বরে কেন, এর আগেই সম্ভব বলে আমরা মনে করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত