Ajker Patrika

প্রথম স্ত্রীকে রেখে পালিয়ে বিয়ে করেন সৌদিফেরত যুবক, দ্বিতীয় স্ত্রীসহ ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০১: ৩৩
প্রথম স্ত্রীকে রেখে পালিয়ে বিয়ে করেন সৌদিফেরত যুবক, দ্বিতীয় স্ত্রীসহ ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে গলায় ফাঁস নিয়ে নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে বন্দর থানার ২২ নম্বর ওয়ার্ডের র‍্যালি আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে তাঁরা ‘আত্মহত্যা’ করেছেন বলে ধার‍ণা করা হচ্ছে।

নিহতরা হলেন, বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে কাউসার (৩২) এবং তাঁর স্ত্রী শরীয়তপুর জেলার চর চান্দের বাজার এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে ঝর্না আক্তার (১৮)। ঝর্না বন্দর গার্লস স্কুলের নবম শ্রেণিতে পড়তেন। কয়েক মাস আগে তাঁরা পরিবারের অমতে বিয়ে করেছিলেন।

ঝর্নার পরিবার সূত্রে জানা গেছে, নিহত কাউসারের দ্বিতীয় স্ত্রী ঝর্না। তাঁর আরেক স্ত্রী ও সেই সংসারে ৮ বছরের ছেলে আছে। সৌদি আরব থাকাকালে ঝর্নার সঙ্গে পরিচয় হয় কাউসারের। সে সময় কাউসার নিজের পূর্বের বিয়ের বিষয়টি গোপন করে। দেশে ফেরার পর বিষয়টি জানাজানি হলে কাউসারের প্রথম স্ত্রী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে। জেল থেকে বেরিয়ে ঝর্নাকে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করে কাউসার।

এই ঘটনায় ঝর্নার পরিবার কাউসারের বিরুদ্ধে অপহরণ মামলা করেছিল। সেই মামলায় ১৪ দিন হাজতবাসের পর পারিবারিক সমঝোতায় পুনরায় সামাজিকভাবে বিয়ে করেন তারা। গত সোমবার রাতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে ঝর্না ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। এই ঘটনা দেখে কাউসারও পাশের রুমে গিয়ে গলায় ওড়না দিয়ে ফাঁস নেয়।

এই বিষয়ে বন্দর পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল করিম বলেন, ‘পরিবারের দাবি এটি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা। রাতে লাশ আমরা নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। তবে পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ ফেরত চেয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত