ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় মারধরের শিকার হয়েছেন পুলিশের এক কনস্টেবলসহ দুই ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের মধ্যে রয়েছেন পুলিশের কনস্টেবল মো. মামুন শেখ (৩২) ও শহরের আলীপুর এলাকার আরাফত রহমান আগুন (২৮)। তাঁদের মধ্যে মামুন শেখ সম্প্রতি কোতোয়ালি থানা থেকে ঢাকার ডিএমপিতে বদলি হলেও সেখানে যোগ দেননি।
গত রাতে জিসান শেখ (২০) নামের এক তরুণ ছিনতাইয়ের শিকার হন। পরে তিনি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তিনি আলালপুর এলাকার বাসিন্দা। জিসান বলেন, ‘রাত ৮টার দিকে বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলাম। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চার-পাঁচজন লোক এসে বলে তারা ডিবি, আমাকে চেক করবে। আমি বলি, আমার চাচার দোকানের সামনে চলেন, তারপর চেক করেন। তখনই আমার পকেটে থাকা ১০ হাজার টাকা নিয়ে তারা চলে যেতে চায়। এ সময় আশপাশের লোকজন দুজনকে ধরে ফেলে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান আজ শুক্রবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে মারধর করে আটকে রাখার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সিভিল পোশাকে এক পুলিশ সদস্যসহ দুজনকে উদ্ধার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।
ওসি আরও বলেন, আটক পুলিশ কনস্টেবল মামুন শেখকে গত ১৫ সেপ্টেম্বর কোতোয়ালি থেকে রিজার্ভ পুলিশে নেওয়া হয়। দুদিন পর তাঁকে ডিএমপিতে বদলি করা হয়। তিনি সেখানে যোগদান না করে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফরিদপুরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় মারধরের শিকার হয়েছেন পুলিশের এক কনস্টেবলসহ দুই ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের মধ্যে রয়েছেন পুলিশের কনস্টেবল মো. মামুন শেখ (৩২) ও শহরের আলীপুর এলাকার আরাফত রহমান আগুন (২৮)। তাঁদের মধ্যে মামুন শেখ সম্প্রতি কোতোয়ালি থানা থেকে ঢাকার ডিএমপিতে বদলি হলেও সেখানে যোগ দেননি।
গত রাতে জিসান শেখ (২০) নামের এক তরুণ ছিনতাইয়ের শিকার হন। পরে তিনি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তিনি আলালপুর এলাকার বাসিন্দা। জিসান বলেন, ‘রাত ৮টার দিকে বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলাম। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চার-পাঁচজন লোক এসে বলে তারা ডিবি, আমাকে চেক করবে। আমি বলি, আমার চাচার দোকানের সামনে চলেন, তারপর চেক করেন। তখনই আমার পকেটে থাকা ১০ হাজার টাকা নিয়ে তারা চলে যেতে চায়। এ সময় আশপাশের লোকজন দুজনকে ধরে ফেলে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান আজ শুক্রবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে মারধর করে আটকে রাখার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সিভিল পোশাকে এক পুলিশ সদস্যসহ দুজনকে উদ্ধার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।
ওসি আরও বলেন, আটক পুলিশ কনস্টেবল মামুন শেখকে গত ১৫ সেপ্টেম্বর কোতোয়ালি থেকে রিজার্ভ পুলিশে নেওয়া হয়। দুদিন পর তাঁকে ডিএমপিতে বদলি করা হয়। তিনি সেখানে যোগদান না করে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
১ মিনিট আগেকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ নুর (২৫) নামের এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেরাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়ে শতাধিক ব্যক্তি। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বলে দাবি করেন তারা। ওই বাড়িতে গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র...
১১ মিনিট আগে‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৯ ঘণ্টা আগে