ঢামেক ও রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ লতা আক্তারও (৩২) মারা গেলেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় দগ্ধ হয়ে গত সোমবার তাঁর সাবেক স্বামী খলিলুর রহমানের মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডা. লতার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
লতার চাচা ফারুক মিয়া বলেন, ‘আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালে লতার মৃত্যু হয়। হাসপাতালের সব প্রক্রিয়া শেষ করে লাশ বাড়িতে নিয়ে আসা হবে।’
লতা আক্তার জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন ব্রাহ্মণেরটেক গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাস করা চিকিৎসক। নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দায়িত্ব পালন করতেন। তাঁর সাবেক স্বামী খলিলুর রহমান (৪০) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের আতর আলী ব্যাপারীর ছেলে।
মরজাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তুহিন ভূঁইয়া বলেন, ‘লতার পরিবার সূত্রে জানতে পেরেছি, আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেলাম, লতা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পরপর লতার পরিবারের পক্ষ থেকে সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল।’
লতার খালু ফরহাদ হোসেন বলেন, ‘লতা ঢাকায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বেসরকারি একটি হাসপাতালে কর্মরত ছিলেন। দুই বছর আগে নিজের পছন্দে তিনি খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। কিছুদিন পর লতা জানতে পারেন, খলিল পেশায় একজন গাড়িচালক। বিষয়টি লতা মেনে নিতে পারেননি। তাই স্বামীকে সম্প্রতি ডিভোর্স দেন তিনি। এ ঘটনায় খলিল ক্ষিপ্ত হয়ে লতার বাড়িতে এসে পেট্রল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দিয়ে নিজেও দগ্ধ হন। এলাকাবাসী দুজনকে হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত রোববার সন্ধ্যায় লতাকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।’
নরসিংদীর রায়পুরায় সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ লতা আক্তারও (৩২) মারা গেলেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় দগ্ধ হয়ে গত সোমবার তাঁর সাবেক স্বামী খলিলুর রহমানের মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডা. লতার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
লতার চাচা ফারুক মিয়া বলেন, ‘আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালে লতার মৃত্যু হয়। হাসপাতালের সব প্রক্রিয়া শেষ করে লাশ বাড়িতে নিয়ে আসা হবে।’
লতা আক্তার জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন ব্রাহ্মণেরটেক গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাস করা চিকিৎসক। নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দায়িত্ব পালন করতেন। তাঁর সাবেক স্বামী খলিলুর রহমান (৪০) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের আতর আলী ব্যাপারীর ছেলে।
মরজাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তুহিন ভূঁইয়া বলেন, ‘লতার পরিবার সূত্রে জানতে পেরেছি, আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেলাম, লতা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পরপর লতার পরিবারের পক্ষ থেকে সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল।’
লতার খালু ফরহাদ হোসেন বলেন, ‘লতা ঢাকায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বেসরকারি একটি হাসপাতালে কর্মরত ছিলেন। দুই বছর আগে নিজের পছন্দে তিনি খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। কিছুদিন পর লতা জানতে পারেন, খলিল পেশায় একজন গাড়িচালক। বিষয়টি লতা মেনে নিতে পারেননি। তাই স্বামীকে সম্প্রতি ডিভোর্স দেন তিনি। এ ঘটনায় খলিল ক্ষিপ্ত হয়ে লতার বাড়িতে এসে পেট্রল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দিয়ে নিজেও দগ্ধ হন। এলাকাবাসী দুজনকে হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত রোববার সন্ধ্যায় লতাকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।’
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৪ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৩৩ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে