শীতলক্ষ্যায় ভাসছিল কলেজছাত্রের মরদেহ 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৯: ৪৫
Thumbnail image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নদীতে ভাসমান অবস্থায় রাকিব (১৭) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল শুক্রবার রাতে শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সবুর মিয়া। 

নিহত শিক্ষার্থী রাকিব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল এলাকায় বাস করা খোরশেদ আলমের ছেলে। সে কদমতলী এম ডাব্লিউ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা সদর নৌ-পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ সবুর মিয়া রাতে বলেন, ‘মরদেহটি দুপুরে ভেসে উঠেছিল। তবে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এরপর তাৎক্ষণিক এসে উদ্ধার করি। গতকাল নদীতে গোসল করতে নেমে সে পানিতে ডুবে গিয়েছিল বলে ধারণা করছি। ময়নাতদন্তের পর সঠিকভাবে বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত