টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০ 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৪, ১৩: ৩২
Thumbnail image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ১৩ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে খুলনায় ও দুজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরও দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান। 

ওসি আমিনুর রহমান জানান, গতকাল মঙ্গলবার বিকেলে সর্দারপাড়া এলাকায় ফুটবল খেলার সময় একই গ্রামের আজাহারুল মোল্লা ও বাঘা শেখের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির ঘটনা উভয় পক্ষ বাড়িতে এসে জানালে দুপক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত হন। এ ছাড়া বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। 

ওসি আরও বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত