প্রতিনিধি, সাতক্ষীরা
ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব সিলগালা করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকেই ল্যাবটি বন্ধ রয়েছে। ল্যাবটি জীবাণুমুক্ত হলে আগামী শনিবার থেকে ফের করোনা পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানা যায়।
ল্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসে সোমবার দিনের প্রথম দফা পরীক্ষার ফলাফলে। এ দিন ল্যাবে দেওয়া সব নমুনার রিপোর্ট করোনাভাইরাস পজিটিভ আসে। ল্যাবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ল্যাবের দেয়াল থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ল্যাবটি সিলগালা করে দেয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এরই মধ্যে ল্যাবটি ভাইরাসমুক্ত করার কাজ চলছে। আগামী শনিবার পুনরায় এই ল্যাবে নমুনা পরীক্ষার জন্য চেষ্টা করা হবে। ফল সন্তোষজনক হলে ল্যাব চালু রাখা হবে। ফল সন্তোষজনক না হলে ল্যাবটি আরও দুদিন বন্ধ রাখতে হতে পারে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবটি গত দুই মাস ধরে সাতক্ষীরাসহ যশোর, মাগুরা ও নড়াইলের করোনা পরীক্ষার জন্য একমাত্র ভরসা হিসেবে কাজ করে আসছে। এই ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ৯৪টি নমুনা পরীক্ষার ব্যবস্থা থাকলেও প্রতিদিন দুই বা তিন শিফটে দ্বিগুণের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ দিকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ল্যাবের ফ্রিজে জমে থাকা পাঁচ শতাধিক নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। খুলনা পিসিআর ল্যাব কর্তৃপক্ষ এই নমুনা নিতে রাজি না হওয়ায় নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন থেকে সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে নিয়মিত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছিল।
ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব সিলগালা করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকেই ল্যাবটি বন্ধ রয়েছে। ল্যাবটি জীবাণুমুক্ত হলে আগামী শনিবার থেকে ফের করোনা পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানা যায়।
ল্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসে সোমবার দিনের প্রথম দফা পরীক্ষার ফলাফলে। এ দিন ল্যাবে দেওয়া সব নমুনার রিপোর্ট করোনাভাইরাস পজিটিভ আসে। ল্যাবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ল্যাবের দেয়াল থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ল্যাবটি সিলগালা করে দেয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এরই মধ্যে ল্যাবটি ভাইরাসমুক্ত করার কাজ চলছে। আগামী শনিবার পুনরায় এই ল্যাবে নমুনা পরীক্ষার জন্য চেষ্টা করা হবে। ফল সন্তোষজনক হলে ল্যাব চালু রাখা হবে। ফল সন্তোষজনক না হলে ল্যাবটি আরও দুদিন বন্ধ রাখতে হতে পারে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবটি গত দুই মাস ধরে সাতক্ষীরাসহ যশোর, মাগুরা ও নড়াইলের করোনা পরীক্ষার জন্য একমাত্র ভরসা হিসেবে কাজ করে আসছে। এই ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ৯৪টি নমুনা পরীক্ষার ব্যবস্থা থাকলেও প্রতিদিন দুই বা তিন শিফটে দ্বিগুণের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ দিকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ল্যাবের ফ্রিজে জমে থাকা পাঁচ শতাধিক নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। খুলনা পিসিআর ল্যাব কর্তৃপক্ষ এই নমুনা নিতে রাজি না হওয়ায় নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন থেকে সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে নিয়মিত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছিল।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে