Ajker Patrika

ঝিনাইদহে সাবেক অতিরিক্ত অ্যাটর্নিসহ ৫ জন গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সাবেক অতিরিক্ত অ্যাটর্নিসহ ৫ জন গ্রেপ্তার

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ পাঁচজনকে ঝিনাইদহ থেকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। পুলিশ তথ্য যাচাই–বাছাই শেষে রাত ৯টার পরে বিষয়টি জানায়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গোপনে সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা দেড়টার দিকে ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান শহরের বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীসহ পাঁচজনকে আটক করেন। 

এদের মধ্যে ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীর নামে ঢাকা আদাবর থানায় একটি হত্যা মামলাসহ দু’টি মামলা রয়েছে।’ আজ বুধবার প্রাইভেটকারের চালক বাদে চারজনকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। 

আটক ব্যক্তিরা হলেন–সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী (৫৪), গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্যও মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াজ মাহমুদ আয়নাল (৫৩), তার চাচা শ্বশুর সানোয়ার হোসেন (৫৪), মানিকগঞ্জ জেলা যুবলীগের নেতা সৌমিত্র সরকার ওরফে মনা (৪৬) ও প্রাইভেটকারের চালক রুবেল দেওয়ান (৩৮)। 

জানা গেছে, আটক ব্যক্তিরা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর উদ্দেশে একটি ভাড়া করা প্রাইভেটকারযোগে ঢাকা থেকে রওনা দেন। তারা সীমান্তের ‘ধুড়’ পাচার চক্রের সদস্য জনৈক আকরাম হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। ওই ব্যক্তির সঙ্গে তাদের ভারতে পৌঁছে দেওয়ার চুক্তি হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত