Ajker Patrika

সেবা নিতে গেলেই ‘কত টাকা এনেছেন’ জানতে চান নায়েব 

আজিজুর রহমান, চৌগাছা
সেবা নিতে গেলেই ‘কত টাকা এনেছেন’ জানতে চান নায়েব 

যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানি ও অনৈতিকভাবে বিপুল অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ইউনিয়নের বাঘারদাড়ী গ্রামের সোহরাব হোসেন শ্রাবণ এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। 

সোহরাব হোসেনের লিখিত অভিযোগে থেকে জানা গেছে, তিনি পার্শ্ববর্তী আন্দারকোটা ইঞ্জু মিয়ার ছেলে মফিজুর রহমানের কাছ থেকে কিছু জমি কিনতে চান। ওই জমির খাজনা পরিশোধ না থাকায় জমির মালিক স্বরূপদাহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। গত প্রায় তিন মাস ধরে ৭৫ বছর বয়সী মফিজুর রহমান খাজনা পরিশোধের জন্য ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে চেষ্টা করেও সফল হননি। এরপর, সোহরাব নিজে গত রমজান মাসসহ মোট তিনবার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট যান। সে সময়, জাহাঙ্গীর সোহরাবকে বলেন, দুটি দাখিলার জন্য ৯ হাজার টাকা দিতে হবে।

সোহরাব তাঁর লিখিত অভিযোগে বলেন, ‘একপর্যায়ে গত রোববার বিকেল ৩টার দিকে আমি ইউনিয়ন ভূমি অফিসে গেলে তিনি জানতে, “কত টাকা এনেছেন”। আমি বলি কত দিতে হবে। তিনি বলেন, আগেই তো বলে দিয়েছি। আমার কি মনে থাকে না? ৯ হাজার টাকা বলে দিয়েছিলাম। একপর্যায়ে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায় করে তিনি দুটি দাখিলা প্রদান করেন। ৫ হাজার টাকা নিলেও তিনি আমাকে একটি দাখিলার ৬৬৬ টাকা এবং অন্য দাখিলার ১৮২ টাকার অনলাইন দাখিলা সনদ প্রদান করেন। আমি জাহাঙ্গীর আলমের এহেন অপকর্মের বিচারসহ আমার অতিরিক্ত নেওয়া টাকা ফেরত পাওয়ার দাবি জানাচ্ছি।’

সোহরাব হোসেন আরও বলেন, ‘একই সময়ে অন্য এক ব্যক্তির নিকট থেকে এক/দেড় হাজার টাকার খাজনা দেওয়ার জন্য ২৫ হাজার টাকা নিয়েছেন।’ 

ইউনিয়নের বাঘারদাড়ী গ্রামের কৃষক অহেদ আলী বলেন, ‘এই নায়েব টাকা ছাড়া কিছু চেনে না। তাঁর কাছে জমির খাজনা দিতে গেলেই বলেন “কত টাকা এনেছেন”। 

এ বিষয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞেস করা হলে তিনি অনেকক্ষণ চুপ থেকে বলেন, এমন ঘটনা তাঁর স্মরণে নেই। ইউএনওর কাছে লিখিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ‘তাঁর বিরুদ্ধে এ রকম আরও অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। তাঁকে ডেকে বিষয়টি জানতে চাওয়া হবে। প্রয়োজনে অভিযোগকারীর মুখোমুখি করে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত