Ajker Patrika

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল ও যুবলীগ কর্মীসহ আহত ৪

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল ও যুবলীগ কর্মীসহ আহত ৪

ঝিনাইদহ শহরের ৩ নম্বর পানির ট্যাংকিপাড়ায় পূর্ব শত্রুতা ও কথা-কাটাকাটির জেরে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও যুবলীগ কর্মীসহ ৪ জনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে দুজনকে ঢাকায় রেফার করেন সেখানকার চিকিৎসক। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতেরা হলেন—সদর পৌর সভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান পলাশ, শহরের ট্যাংকিপাড়া এলাকার বাসিন্দা যুবলীগ কর্মী মো. বাদল (৩৫), যুবলীগকর্মী কালু হোসেন এবং আলিফ। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী ইসলাম টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আসা আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় রেফার করা হয়েছে।’ 

স্থানীয়রা বলছে, সন্ধ্যায় শহরের ৩ নম্বর পানির ট্যাংকিপাড়া এলাকায় বসে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান পলাশ। এ সময় ওই স্থানে আসে যুবলীগ কর্মী মো. বাদলসহ কয়েকজন। তখন রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষই ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ৪ জন আহত হন। 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম শরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত