দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার সকাল ৯টার দিকে নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে ডুবে সে নিখোঁজ হয়।
নিহত শিক্ষার্থী ফিলিপনগর কলেজপাড়া গ্রামের রাখি হোসেনের ছেলে সজিব হোসেন (১৫)। সে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, গত শনিবার দুপুরে সজিবসহ ৫-৬ জন বন্ধু গোলাবাড়িয়া গ্রামের কাছ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সজিব পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। আজ ভোরে খুলনা থেকে আসা ডুবুরি দল নদীতে উদ্ধার কাজ শুরু করলে সকাল ৯টার সময় সজিবকে মৃত অবস্থা উদ্ধার করে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘আমরা শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুলনা থেকে ডুবুরি দল এসে আজ সকালে নদী থেকে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থা উদ্ধার করেছে।’
দৌলতপুর থানার পরিদর্শক তারেকুল হক বলেন, ‘ভেড়ামারা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সকালে সজিব নামের ওই শিক্ষার্থীকে মৃত অবস্থা উদ্ধার করেছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার সকাল ৯টার দিকে নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে ডুবে সে নিখোঁজ হয়।
নিহত শিক্ষার্থী ফিলিপনগর কলেজপাড়া গ্রামের রাখি হোসেনের ছেলে সজিব হোসেন (১৫)। সে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, গত শনিবার দুপুরে সজিবসহ ৫-৬ জন বন্ধু গোলাবাড়িয়া গ্রামের কাছ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সজিব পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। আজ ভোরে খুলনা থেকে আসা ডুবুরি দল নদীতে উদ্ধার কাজ শুরু করলে সকাল ৯টার সময় সজিবকে মৃত অবস্থা উদ্ধার করে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘আমরা শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুলনা থেকে ডুবুরি দল এসে আজ সকালে নদী থেকে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থা উদ্ধার করেছে।’
দৌলতপুর থানার পরিদর্শক তারেকুল হক বলেন, ‘ভেড়ামারা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সকালে সজিব নামের ওই শিক্ষার্থীকে মৃত অবস্থা উদ্ধার করেছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৬ ঘণ্টা আগে