কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে নিখোঁজের এক দিন পর তামিম (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ রোববার সকালে কুমারখালী পৌরসভার ইকোপার্কসংলগ্ন গড়াই নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
তামিমের মরদেহ শনাক্ত করেন তার চাচা ইদ্রিস আলী। সে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকায় মৃত টিপু সুলতানের একমাত্র ছেলে। তার মায়ের নাম সুমি খাতুন।
সকাল ১০টা ২৬ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন। তিনি বলেন, সকালে খবর পেয়ে গড়াই ইকোপার্ক এলাকা থেকে একটি শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিখোঁজ শিশু তামিমের পরিবারকে খবর দেওয়া হয়। পরে তামিমের চাচা ইদ্রিস আলী ও আত্মীয়স্বজন মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও বলেন, গত শনিবার দুপুর থেকে তামিম গড়াই নদে নিখোঁজ ছিল। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছিল। যেহেতু মরদেহটি পাওয়া গেছে, তাই অভিযান বন্ধ করা হয়েছে।'
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে নিজেদের বাড়িসংলগ্ন গড়াই নদের পাড়ে তামিম ও শামিম নামের দুই শিশু খেলা করছিল। এ সময় দুজনই নদের পানিতে হাত ধুতে যায়। হাত ধোয়ার সময় তামিম নদে পড়ে তীব্র স্রোতে ডুবে যায়। স্থানীয়রা নদে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডুবুরি দল নদে উদ্ধার অভিযান চালায়।
নিহতের চাচা ইদ্রিস আলী বলেন, ‘গতকাল থেকে তামিম নদীতে মিসিং ছিল। হয়তো খেলতে গিয়ে পড়ে যেতে পারে।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন বলেন, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যেহেতু ঘটনা নদীতে, তাই নৌ-পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে নিখোঁজের এক দিন পর তামিম (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ রোববার সকালে কুমারখালী পৌরসভার ইকোপার্কসংলগ্ন গড়াই নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
তামিমের মরদেহ শনাক্ত করেন তার চাচা ইদ্রিস আলী। সে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকায় মৃত টিপু সুলতানের একমাত্র ছেলে। তার মায়ের নাম সুমি খাতুন।
সকাল ১০টা ২৬ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন। তিনি বলেন, সকালে খবর পেয়ে গড়াই ইকোপার্ক এলাকা থেকে একটি শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিখোঁজ শিশু তামিমের পরিবারকে খবর দেওয়া হয়। পরে তামিমের চাচা ইদ্রিস আলী ও আত্মীয়স্বজন মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও বলেন, গত শনিবার দুপুর থেকে তামিম গড়াই নদে নিখোঁজ ছিল। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছিল। যেহেতু মরদেহটি পাওয়া গেছে, তাই অভিযান বন্ধ করা হয়েছে।'
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে নিজেদের বাড়িসংলগ্ন গড়াই নদের পাড়ে তামিম ও শামিম নামের দুই শিশু খেলা করছিল। এ সময় দুজনই নদের পানিতে হাত ধুতে যায়। হাত ধোয়ার সময় তামিম নদে পড়ে তীব্র স্রোতে ডুবে যায়। স্থানীয়রা নদে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও ডুবুরি দল নদে উদ্ধার অভিযান চালায়।
নিহতের চাচা ইদ্রিস আলী বলেন, ‘গতকাল থেকে তামিম নদীতে মিসিং ছিল। হয়তো খেলতে গিয়ে পড়ে যেতে পারে।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন বলেন, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যেহেতু ঘটনা নদীতে, তাই নৌ-পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
১৬ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ মিনিট আগেজামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
২০ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে...
২২ মিনিট আগে