যশোর প্রতিনিধি
যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবু বিশ্বাস (৩২) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে চারজন মারা গেছে। এ ছাড়া জেলায় এক দিনে ১৯ জন আক্রান্ত হয়েছে।
সাবু বিশ্বাস অসুস্থ হয়ে গতকাল রোববার বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে নেওয়ার পথে যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় পৌঁছালে রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। সাবু বিশ্বাস যশোর সদর উপজেলার বাওলিয়া গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। তিনি নির্মাণশ্রমিক ছিলেন।
সাবু বিশ্বাসের চাচাতো ভাই ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘সাবু কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর মুখ দিয়ে রক্ত উঠছিল। অসুস্থতা বেশি হলে গতকাল তাঁকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে তাঁকে ডেঙ্গু ওয়ার্ড পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। সকালে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হয়েছে। দুই ছেলে ও স্ত্রী রয়েছে তাঁর।’
যশোরের সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোরে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৭ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাত মাসে যশোরে চারজনের মৃত্যু হয়েছে।
যশোরের সিভিল সার্জন বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা স্থিতিশীল রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গতকাল জেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, সপ্তাহের প্রথম দিন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ডেঙ্গুর লার্ভা জন্মানোর সব ক্ষেত্র ধ্বংস করতে হবে। ওই সভায় বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।’
এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি বের করে যশোর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে র্যালি শেষ হয়।
যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবু বিশ্বাস (৩২) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে চারজন মারা গেছে। এ ছাড়া জেলায় এক দিনে ১৯ জন আক্রান্ত হয়েছে।
সাবু বিশ্বাস অসুস্থ হয়ে গতকাল রোববার বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে নেওয়ার পথে যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় পৌঁছালে রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। সাবু বিশ্বাস যশোর সদর উপজেলার বাওলিয়া গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। তিনি নির্মাণশ্রমিক ছিলেন।
সাবু বিশ্বাসের চাচাতো ভাই ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘সাবু কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর মুখ দিয়ে রক্ত উঠছিল। অসুস্থতা বেশি হলে গতকাল তাঁকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে তাঁকে ডেঙ্গু ওয়ার্ড পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। সকালে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হয়েছে। দুই ছেলে ও স্ত্রী রয়েছে তাঁর।’
যশোরের সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোরে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৭ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাত মাসে যশোরে চারজনের মৃত্যু হয়েছে।
যশোরের সিভিল সার্জন বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা স্থিতিশীল রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গতকাল জেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, সপ্তাহের প্রথম দিন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ডেঙ্গুর লার্ভা জন্মানোর সব ক্ষেত্র ধ্বংস করতে হবে। ওই সভায় বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।’
এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি বের করে যশোর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে র্যালি শেষ হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তন নিয়ে প্রধান ফটক আটকিয়ে আন্দোলনে নেমেছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
২৪ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন।
২৬ মিনিট আগেকোটা সংস্কার আন্দোলনের ঘটনায় মাদারীপুরে দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
২৮ মিনিট আগেরাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়ার সচিব মহিবুল হক (৬৪) ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে (৬০) তিনদিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজি
৩৩ মিনিট আগে