প্রতিনিধি, কলারোয়া (সাতক্ষীরা)
সাতক্ষীরার কলারোয়ার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ৷ তিনি ২০০২ সালে সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলার বাদী ছিলেন৷
আজ রোববার ভোর সাড়ে ৬ টায় দিকে কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত মাদার সরদারের সন্তান মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন কলারোয়া, মাদরা, বাগআঁচড়া, কেশবপুর, মনিরামপুর, ভোমরসহ বিভিন্ন উল্লেখযোগ্য বড় ধরনের সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন৷ তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছে৷
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর উপজেলার সরকারি জিএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ চত্বরে আনুষ্ঠানিকভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
সাতক্ষীরার কলারোয়ার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ৷ তিনি ২০০২ সালে সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলার বাদী ছিলেন৷
আজ রোববার ভোর সাড়ে ৬ টায় দিকে কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত মাদার সরদারের সন্তান মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন কলারোয়া, মাদরা, বাগআঁচড়া, কেশবপুর, মনিরামপুর, ভোমরসহ বিভিন্ন উল্লেখযোগ্য বড় ধরনের সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন৷ তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছে৷
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর উপজেলার সরকারি জিএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ চত্বরে আনুষ্ঠানিকভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
১ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
১ ঘণ্টা আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
১ ঘণ্টা আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
১ ঘণ্টা আগে