ইবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৫ শিক্ষার্থী পুলিশ হেফাজতে

ইবি প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১২: ১৮
Thumbnail image
র‍্যাগিংয়ের অভিযোগে ইবির লালন শাহ হলের ৫ শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে লালন শাহ হলের ৫ শিক্ষার্থীকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। র‍্যাগিংয়ের সময় তাঁদের হাতেনাতে ধরেন লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থীরা।

গতকাল সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৩৩০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত পাঁচজনকে থানায় পুলিশি হেফাজতে রাখা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তির পর ২ নভেম্বর থেকে ক্রমাগতভাবে বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর হাতে র‍্যাগিংয়ের শিকার হন তাঁরা।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শরীফ শেখ, লিমন হোসেন, কান্ত বড়ুয়া এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একই বর্ষের সঞ্জয় বড়ুয়া। ভুক্তভোগী সবাই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, ভুক্তভোগীদের মধ্যে একজনকে পাঁচ রকম হাসি দিতে বলা হয়, বাজে ভাষায় কথা বলতে বলা হয় এবং নাচতে বলা হয়। পরিচয় শেখানোর নামে যৌন বিকৃতিমূলক আচরণ করানো হয় তাদের সঙ্গে। এ ছাড়া নানা অসৌজন্যমূলক আচরণ করা হয় এসব শিক্ষার্থীর সঙ্গে। 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান বলেন, ‘আপাতত তাঁদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পরে এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’

ইবি থানার ডিউটি অফিসার এস আই মাসুদ বলেন, ‘আপাতত তাঁরা আমাদের হেফাজতে আছেন। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত