Ajker Patrika

ডুমুরিয়ায় পা পিছলে পড়ে বাস ড্রাইভারের মৃত্যু 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ায় পা পিছলে পড়ে বাস ড্রাইভারের মৃত্যু 

ডুমুরিয়ায় কুকুরের গায়ে ঢিল ছুড়তে গিয়ে পা পিছলে পড়ে শেখ হাফিজুর রহমান বাবু (৪৭) নামে এক বাস ড্রাইভার মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে মারা যান তিনি। নিহত হাফিজুর রহমান বাবু ডুমুরিয়ার চুকনগর গ্রামের মৃত ডা. লুৎফার রহমানের ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে বাস চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার ওপর কুকুর ডাকতে দেখেন। এ সময় কুকুরটিকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি ইটের টুকরো ছুড়তে গিয়ে পা পিছলে পড়ে যায় হাফিজুর রহমান। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। আজ রোববার বেলা ১০টার দিকে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

দাফনের সময় উপস্থিত ছিলেন-আটলিয়া ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল ইসলাম বেবি, সাবেক ইউপি সদস্য বিএম হাবিবুর রহমান হবি, নবনির্বাচিত ইউপি সদস্য আলাউদ্দীন মালী, প্রভাষক হাফিজুর রহমান, সাংবাদিক গাজী আব্দুল কুদ্দুস, নাজমুল ইসলাম মুন্না প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত