ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে বিউটি মিস্ত্রি নামের এক নারীর বিরুদ্ধে জাল টাকায় ধার পরিশোধের অভিযোগে থানায় মামলা দায়ের হয়। পরে তাঁকে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড আবেদন করে আজ বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে রাজাপুর থানা-পুলিশ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার নৈকাঠি এলাকার ননী হালদারের স্ত্রী সুবর্ণা বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে বিউটি মিস্ত্রির বিরুদ্ধে মামলা করেন। বিউটি মিস্ত্রি উপজেলার নৈকাঠি এলাকার জয়ন্ত মিস্ত্রির স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাঁচ মাস আগে উপজেলার নৈকাঠি এলাকার ননী হালদারের স্ত্রী সুবর্ণার কাছ থেকে বিউটি মিস্ত্রি ১৭ হাজার টাকা ধার নেন। পরে গত ১৫ দিন আগে বিউটি ওই টাকা পরিশোধ করেন। সঙ্গে আরও ৭ হাজার টাকা পুরোনো নোট পরিবর্তন করে নতুন টাকা দেন সুবর্ণাকে। কিন্তু সোমবার ওই টাকা থেকে সুবর্ণা একটি ৫০০ টাকার নোট নিয়ে স্থানীয় দোকানে যান। এ সময় দোকানি সুবর্ণাকে জানান, তাঁর টাকার নোটটি জাল। এরপর বাসায় রাখা আরও ২১ হাজার ৫০০ টাকা যাচাই করে তাও জাল নোট বলে সন্দেহ করেন সুবর্ণা। ওই টাকার মধ্যে ১ হাজার টাকার ৭টি ও বাকিগুলো ৫০০ টাকার নোট ছিল। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানান ভুক্তভোগী সুবর্ণা।
এদিকে বিউটি মিস্ত্রি এর আগেও ইসলামী ব্যাংকের ঋণ পরিশোধ করতে জাল টাকার নোট ব্যবহার করেন বলেও স্থানীয় লোকজনের অভিযোগ রয়েছে।
এ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বিউটি মিস্ত্রি জানান, ওই টাকাগুলো তিনি পাশের কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ঋণ তুলেছেন।
তবে কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাউখালী শাখার ব্যবস্থাপক মো. জুয়েল তালুকদার বলেন, ‘আমরা নগদে নয়, ব্যাংক চেকের মাধ্যমে গ্রাহকদের ঋণ দিয়ে থাকি।’
এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তাফা বলেন, জালসদৃশ নোটগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত বিউটি মিস্ত্রির বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের এই তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘বিউটি মিস্ত্রির সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা উদ্ঘাটনের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুরের ব্যাপারে আদালত পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নেবেন।’
ঝালকাঠির রাজাপুরে বিউটি মিস্ত্রি নামের এক নারীর বিরুদ্ধে জাল টাকায় ধার পরিশোধের অভিযোগে থানায় মামলা দায়ের হয়। পরে তাঁকে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড আবেদন করে আজ বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে রাজাপুর থানা-পুলিশ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার নৈকাঠি এলাকার ননী হালদারের স্ত্রী সুবর্ণা বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে বিউটি মিস্ত্রির বিরুদ্ধে মামলা করেন। বিউটি মিস্ত্রি উপজেলার নৈকাঠি এলাকার জয়ন্ত মিস্ত্রির স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাঁচ মাস আগে উপজেলার নৈকাঠি এলাকার ননী হালদারের স্ত্রী সুবর্ণার কাছ থেকে বিউটি মিস্ত্রি ১৭ হাজার টাকা ধার নেন। পরে গত ১৫ দিন আগে বিউটি ওই টাকা পরিশোধ করেন। সঙ্গে আরও ৭ হাজার টাকা পুরোনো নোট পরিবর্তন করে নতুন টাকা দেন সুবর্ণাকে। কিন্তু সোমবার ওই টাকা থেকে সুবর্ণা একটি ৫০০ টাকার নোট নিয়ে স্থানীয় দোকানে যান। এ সময় দোকানি সুবর্ণাকে জানান, তাঁর টাকার নোটটি জাল। এরপর বাসায় রাখা আরও ২১ হাজার ৫০০ টাকা যাচাই করে তাও জাল নোট বলে সন্দেহ করেন সুবর্ণা। ওই টাকার মধ্যে ১ হাজার টাকার ৭টি ও বাকিগুলো ৫০০ টাকার নোট ছিল। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানান ভুক্তভোগী সুবর্ণা।
এদিকে বিউটি মিস্ত্রি এর আগেও ইসলামী ব্যাংকের ঋণ পরিশোধ করতে জাল টাকার নোট ব্যবহার করেন বলেও স্থানীয় লোকজনের অভিযোগ রয়েছে।
এ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বিউটি মিস্ত্রি জানান, ওই টাকাগুলো তিনি পাশের কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ঋণ তুলেছেন।
তবে কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাউখালী শাখার ব্যবস্থাপক মো. জুয়েল তালুকদার বলেন, ‘আমরা নগদে নয়, ব্যাংক চেকের মাধ্যমে গ্রাহকদের ঋণ দিয়ে থাকি।’
এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তাফা বলেন, জালসদৃশ নোটগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত বিউটি মিস্ত্রির বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের এই তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘বিউটি মিস্ত্রির সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা উদ্ঘাটনের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুরের ব্যাপারে আদালত পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নেবেন।’
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৬ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৭ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৭ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
৭ ঘণ্টা আগে