মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে পলি খাতুন (৩৩) নামের এক হিজড়ার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা মোড়লপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পলির শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
নিহত পলি খানপুর ইউনিয়নের ঘুঘুদা গ্রামের আব্দুল খালেক গাজীর মেয়ে। এ ঘটনায় তাঁর ভাই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা করেছেন।
স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে উপজেলার মাসনা মোড়লপাড়ায় জমি কিনে বাড়ি করে সেখানে একাই থাকতেন পলি। প্রাচীরঘেরা হওয়ায় আশপাশের লোকজনের ওই বাড়িতে যাতায়াত ছিল কম। গতকাল শুক্রবার সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও পলির সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেয়। পরে পুলিশ গিয়ে ঘর থেকে পলির রক্তাক্ত লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পলিকে হত্যা করে ঘরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ছাদের দরজা দিয়ে পালিয়েছে। মনিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, হিজড়া খুনের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। খুনের রহস্য উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে পলির দলনেতা নিপা হিজড়া বলেন, ‘পলি আমার সন্তানের মতো ছিল। সে আয় করে আমাকে খাওয়াত। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের চেহারা আমরা দেখতে চাই। খুনির কঠিন শাস্তি চাই।’
যশোরের মনিরামপুরে পলি খাতুন (৩৩) নামের এক হিজড়ার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা মোড়লপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পলির শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
নিহত পলি খানপুর ইউনিয়নের ঘুঘুদা গ্রামের আব্দুল খালেক গাজীর মেয়ে। এ ঘটনায় তাঁর ভাই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা করেছেন।
স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে উপজেলার মাসনা মোড়লপাড়ায় জমি কিনে বাড়ি করে সেখানে একাই থাকতেন পলি। প্রাচীরঘেরা হওয়ায় আশপাশের লোকজনের ওই বাড়িতে যাতায়াত ছিল কম। গতকাল শুক্রবার সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও পলির সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেয়। পরে পুলিশ গিয়ে ঘর থেকে পলির রক্তাক্ত লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পলিকে হত্যা করে ঘরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ছাদের দরজা দিয়ে পালিয়েছে। মনিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, হিজড়া খুনের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। খুনের রহস্য উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে পলির দলনেতা নিপা হিজড়া বলেন, ‘পলি আমার সন্তানের মতো ছিল। সে আয় করে আমাকে খাওয়াত। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের চেহারা আমরা দেখতে চাই। খুনির কঠিন শাস্তি চাই।’
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১১ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
২২ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৪৩ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
১ ঘণ্টা আগে