যশোরে তেলের ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেলযোগাযোগ বিচ্ছিন্ন

যশোর প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১১: ৩০
Thumbnail image

যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, নাটোরের উদ্দেশে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে যশোর ও খুলনা স্টেশনে অনেকগুলো ট্রেন আটকা পড়েছে। 

লাইনচ্যুত হওয়া বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে ব্যস্ত স্থানীয়রা। ছবি: সংগৃহীতএদিকে লাইনচ্যুত হওয়া বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে ভিড় করছেন স্থানীয়রা। বাড়ি থেকে পাত্র নিয়ে এসে তেল সংগ্রহ করতে দেখা যায় তাঁদের।

রেলওয়ে সূত্রে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য খুলনা থেকে উদ্ধারকারী যান আসছে। লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারের পর রেলযোগাযোগ স্বাভাবিক হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত