Ajker Patrika

ইবির মেইন গেটের পাশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১১: ৫৯
ইবির মেইন গেটের পাশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে শান্তিডাঙ্গা মোড়ে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক শফিউল আযম নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক।

শফিউল আযম ১৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে মেহেরপুর সরকারি কলেজে পদার্থবিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শফিউল আযম মোটরসাইকেলযোগে কুষ্টিয়া শহর থেকে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। শহর থেকে ২২ কিলোমিটার দূরে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার মেইন গেটের পাশে শান্তিডাঙ্গা মোড়ে ওয়ালটনের কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ ঘটনায় শফিউল আযম ঘটনাস্থলে নিহত হন। ওয়ালটনের কাভার্ড ভ্যানের চালকের অবস্থাও আশঙ্কাজনক। চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইবি থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কাভার্ড ভ্যানের চালককে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত