তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় আব্দুল কাদের মোড়ল নামের এক ব্যক্তির মরদেহ দাফনের তিন মাস পর আদালতদের নির্দেশে ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে। আজ সোমবার সকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়।
নিহত আব্দুল কাদের মোড়ল (৭০) আটারই গ্রামের মুছাদ্বে মোড়লের ছেলে।
নিহত আব্দুল কাদেরের ছেলে আ. হালিম মোড়ল বাদী হয়ে গত ১৫ আগস্ট ছয়জনের নামে উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন, আশরাফ মোড়ল, জাকিরুল মোড়ল, জাকাম মোড়ল, সোহাগ মোড়ল, সুরাইয়া বেগম স্বপ্না ও আলাউদ্দীন গাজী।
মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নিহত পরিবারের লোকজন সেখানে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, ‘আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে মৃত্যু আব্দুল কাদের মোড়লের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, ‘৬ আগস্ট যে ঘটনা ঘটেছিল, মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়। আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।’
বাদী আ. হালিম মোড়ল বলেন, একই এলাকার আশরাফ মোড়ল ও জাকিরুল মোড়লদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৬ আগস্ট সকালে বালু রাখাকে কেন্দ্র করে বাবা আব্দুল কাদেরের ওপর আশরাফ মোড়ল ও জাকির মোড়লসহ অন্যরা হামলা চালান। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
সাতক্ষীরার তালায় আব্দুল কাদের মোড়ল নামের এক ব্যক্তির মরদেহ দাফনের তিন মাস পর আদালতদের নির্দেশে ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে। আজ সোমবার সকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়।
নিহত আব্দুল কাদের মোড়ল (৭০) আটারই গ্রামের মুছাদ্বে মোড়লের ছেলে।
নিহত আব্দুল কাদেরের ছেলে আ. হালিম মোড়ল বাদী হয়ে গত ১৫ আগস্ট ছয়জনের নামে উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন, আশরাফ মোড়ল, জাকিরুল মোড়ল, জাকাম মোড়ল, সোহাগ মোড়ল, সুরাইয়া বেগম স্বপ্না ও আলাউদ্দীন গাজী।
মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নিহত পরিবারের লোকজন সেখানে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, ‘আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে মৃত্যু আব্দুল কাদের মোড়লের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, ‘৬ আগস্ট যে ঘটনা ঘটেছিল, মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়। আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।’
বাদী আ. হালিম মোড়ল বলেন, একই এলাকার আশরাফ মোড়ল ও জাকিরুল মোড়লদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৬ আগস্ট সকালে বালু রাখাকে কেন্দ্র করে বাবা আব্দুল কাদেরের ওপর আশরাফ মোড়ল ও জাকির মোড়লসহ অন্যরা হামলা চালান। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দলটির অন্তত ৫০ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে এ সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে আগুন এবং দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটে।
৯ মিনিট আগেগৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে বরিশালে দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
১২ মিনিট আগেবগুড়ার শিবগঞ্জের কাঁচাবাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম জাতের আলু। মৌসুমের শুরুতে বাজারে আলু ওঠায় আকার ও প্রকারভেদে ৩৮০-৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, আমদানির তুলনায় চাহিদা বেশি হওয়ায় দাম বেশি নেওয়া হচ্ছে।
২৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা সাত দিনের মধ্যে বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন মো. নাজিমউদ্দিন নাজিম মৃধা নামের একজন আইনজীবী। রাবির আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী এখন সুপ্রিম কোর্টের আইনজীবী।
৩৪ মিনিট আগে