তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় আব্দুল কাদের মোড়ল নামের এক ব্যক্তির মরদেহ দাফনের তিন মাস পর আদালতদের নির্দেশে ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে। আজ সোমবার সকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়।
নিহত আব্দুল কাদের মোড়ল (৭০) আটারই গ্রামের মুছাদ্বে মোড়লের ছেলে।
নিহত আব্দুল কাদেরের ছেলে আ. হালিম মোড়ল বাদী হয়ে গত ১৫ আগস্ট ছয়জনের নামে উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন, আশরাফ মোড়ল, জাকিরুল মোড়ল, জাকাম মোড়ল, সোহাগ মোড়ল, সুরাইয়া বেগম স্বপ্না ও আলাউদ্দীন গাজী।
মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নিহত পরিবারের লোকজন সেখানে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, ‘আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে মৃত্যু আব্দুল কাদের মোড়লের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, ‘৬ আগস্ট যে ঘটনা ঘটেছিল, মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়। আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।’
বাদী আ. হালিম মোড়ল বলেন, একই এলাকার আশরাফ মোড়ল ও জাকিরুল মোড়লদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৬ আগস্ট সকালে বালু রাখাকে কেন্দ্র করে বাবা আব্দুল কাদেরের ওপর আশরাফ মোড়ল ও জাকির মোড়লসহ অন্যরা হামলা চালান। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
সাতক্ষীরার তালায় আব্দুল কাদের মোড়ল নামের এক ব্যক্তির মরদেহ দাফনের তিন মাস পর আদালতদের নির্দেশে ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে। আজ সোমবার সকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়।
নিহত আব্দুল কাদের মোড়ল (৭০) আটারই গ্রামের মুছাদ্বে মোড়লের ছেলে।
নিহত আব্দুল কাদেরের ছেলে আ. হালিম মোড়ল বাদী হয়ে গত ১৫ আগস্ট ছয়জনের নামে উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন, আশরাফ মোড়ল, জাকিরুল মোড়ল, জাকাম মোড়ল, সোহাগ মোড়ল, সুরাইয়া বেগম স্বপ্না ও আলাউদ্দীন গাজী।
মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নিহত পরিবারের লোকজন সেখানে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, ‘আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে মৃত্যু আব্দুল কাদের মোড়লের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, ‘৬ আগস্ট যে ঘটনা ঘটেছিল, মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়। আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।’
বাদী আ. হালিম মোড়ল বলেন, একই এলাকার আশরাফ মোড়ল ও জাকিরুল মোড়লদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৬ আগস্ট সকালে বালু রাখাকে কেন্দ্র করে বাবা আব্দুল কাদেরের ওপর আশরাফ মোড়ল ও জাকির মোড়লসহ অন্যরা হামলা চালান। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকালেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
২ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
২৪ মিনিট আগেবান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে