তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় আব্দুল কাদের মোড়ল নামের এক ব্যক্তির মরদেহ দাফনের তিন মাস পর আদালতদের নির্দেশে ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে। আজ সোমবার সকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়।
নিহত আব্দুল কাদের মোড়ল (৭০) আটারই গ্রামের মুছাদ্বে মোড়লের ছেলে।
নিহত আব্দুল কাদেরের ছেলে আ. হালিম মোড়ল বাদী হয়ে গত ১৫ আগস্ট ছয়জনের নামে উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন, আশরাফ মোড়ল, জাকিরুল মোড়ল, জাকাম মোড়ল, সোহাগ মোড়ল, সুরাইয়া বেগম স্বপ্না ও আলাউদ্দীন গাজী।
মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নিহত পরিবারের লোকজন সেখানে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, ‘আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে মৃত্যু আব্দুল কাদের মোড়লের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, ‘৬ আগস্ট যে ঘটনা ঘটেছিল, মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়। আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।’
বাদী আ. হালিম মোড়ল বলেন, একই এলাকার আশরাফ মোড়ল ও জাকিরুল মোড়লদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৬ আগস্ট সকালে বালু রাখাকে কেন্দ্র করে বাবা আব্দুল কাদেরের ওপর আশরাফ মোড়ল ও জাকির মোড়লসহ অন্যরা হামলা চালান। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
সাতক্ষীরার তালায় আব্দুল কাদের মোড়ল নামের এক ব্যক্তির মরদেহ দাফনের তিন মাস পর আদালতদের নির্দেশে ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে। আজ সোমবার সকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়।
নিহত আব্দুল কাদের মোড়ল (৭০) আটারই গ্রামের মুছাদ্বে মোড়লের ছেলে।
নিহত আব্দুল কাদেরের ছেলে আ. হালিম মোড়ল বাদী হয়ে গত ১৫ আগস্ট ছয়জনের নামে উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন, আশরাফ মোড়ল, জাকিরুল মোড়ল, জাকাম মোড়ল, সোহাগ মোড়ল, সুরাইয়া বেগম স্বপ্না ও আলাউদ্দীন গাজী।
মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নিহত পরিবারের লোকজন সেখানে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, ‘আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে মৃত্যু আব্দুল কাদের মোড়লের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, ‘৬ আগস্ট যে ঘটনা ঘটেছিল, মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়। আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।’
বাদী আ. হালিম মোড়ল বলেন, একই এলাকার আশরাফ মোড়ল ও জাকিরুল মোড়লদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৬ আগস্ট সকালে বালু রাখাকে কেন্দ্র করে বাবা আব্দুল কাদেরের ওপর আশরাফ মোড়ল ও জাকির মোড়লসহ অন্যরা হামলা চালান। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে প্রতিনিয়ত ওষুধ ও যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, পৌরসভায় অবস্থিত এই হাসপাতালের অবকাঠামো নির্মাণ শেষ হলেও দীর্ঘ ২০ বছরে এটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। কাগজ-কলমে জনবল দেখানো হলেও বাস্তবে নেই কোনো ডাক্তার
২ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনার পর বিএনপি ও যুবদলের ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন—উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক
১ ঘণ্টা আগেরাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ রোববার রাতে তাঁকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের বন্দরে রনি (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের এলাহিপল্লী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রনি একই ইউনিয়নের মাধবপাশা এলাকার ছলিমুদ্দিন মিয়ার ছেলে। রাতে এলাহিপল্লী মোড়ে একদল দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
১ ঘণ্টা আগে