যশোর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক বিপু গ্রেপ্তার

­যশোর প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ২২: ১৫
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২২: ১৯
গ্রেপ্তার মাহমুদ হাসান বিপু। ছবি: আজকের পত্রিকা

যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ বুধবার দুপুরে জেলা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে বিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত হরি বলেন, আজ দুপুরে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিপুকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ওসি দেবব্রত আরও বলেন, মাহমুদ হাসান বিপু আত্মগোপনে থেকে বিভিন্ন নাশকতা কর্মকাণ্ড পরিকল্পনার করার কথা জানা গিয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ২০২১ সালের ১১ জানুয়ারি রাতে ইমরান নামের এক পুলিশ সদস্যকে মারধর করার অভিযোগে মামলা আদালতে চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত