২১ মাস পর ইবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু

ইবি প্রতিনিধি 
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮: ২৯
Thumbnail image
ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ ২১ মাস বন্ধ থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আগামী ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ সময় তিনি পরীক্ষামূলকভাবে ক্যাফেটেরিয়ার কার্যক্রম উদ্বোধন করেন এবং খাবারের মান, স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন।

ভাইস চ্যান্সেলর বলেন, ‘খাবার সব সময় ঢেকে রাখতে হবে এবং কর্মীদের নির্ধারিত ইউনিফর্ম ও হ্যান্ড গ্লাভস পরে কাজ করতে হবে। এ ছাড়া, ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্যাফেটেরিয়ারে বসে কেউ যেন ধূমপান না করে। আমরা এই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করব।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধিরা।

উল্লেখ্য, আগের যারা ক্যাফেটেরিয়ার দায়িত্বে ছিলেন তাঁরা বিশ্ববিদ্যালয় থেকে বেঁধে দেওয়া দামে খাবার বিক্রি করতে গিয়ে লোকসানে পড়েছিলেন বলে জানা গেছে। এসবের জন্য এতদিন ক্যাফেটেরিয়া চালু সম্ভব হয়নি। এখন নতুন ব্যক্তিকে এর দায়িত্ব দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত