Ajker Patrika

নড়াইলে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৩ যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ২৭
নড়াইলে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৩ যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

নড়াইলের কালিয়ায় গ্রাম্য দ্বন্দ্বের জেরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে গতকাল বুধবার রাতের এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন কাঞ্চনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তামিম শেখ (২১), একই গ্রামের কামরুল শেখের ছেলে মুরাদ শেখ (২৫) ও জামির হোসেন (৩২)।

পুলিশ ও আহতদের স্বজনেরা জানান, তামিম, মুরাদ ও জামির হোসেন গতকাল বুধবার রাত ৯টার দিকে কাঞ্চনপুর গ্রামের একটি ঘরে ক্যারম বোর্ড খেলছিলেন। এ সময় ১০-১৫ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে কুপিয়ে তাঁদের জখম করে। তাতে তামিমের বাঁ পায়ের রগ কেটে যায় এবং চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। এ ছাড়া মুরাদের ডান হাতের রগ কেটে গেছে এবং জামিরের মাথায় আঘাত লেগেছে।

আহতদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আজ বৃহস্পতিবার সকালে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত