কুষ্টিয়ায় যুবলীগ নেতাকে পুলিশে দিল জনতা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ২২: ৪৬
গ্রেপ্তার যুবলীগ কর্মী শাহীনুর রহমান ধনী। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলায় শাহীনুর রহমান ধনী নামের এক যুবলীগ নেতাকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আজ সোমবার সকালে ইউনিয়ন পরিষদ ভবন থেকে তাঁকে আটকের পর পুলিশে দেওয়া হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম।

শাহীনুর রহমান আইলচারা ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি খাজানগর গোয়ালগ্রাম এলাকার মৃত বাদশা মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার আইলচারা ইউনিয়ন পরিষদ থেকে শাহীনুরকে আটক করে স্থানীয় জনতা। পরে সেখান থেকে খাজানগর শান্তির মোড় এলাকায় অবস্থিত একটি অফিসে তাকে আটকে রাখা হয়। পরে সেখান থেকে দুপুরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জগতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আলিম আজকের পত্রিকাকে বলেন, দুপুরে স্থানীয় জনতা এক যুবলীগ নেতাকে আটক করে জগতি ক্যাম্প পুলিশের হাতে তুলে দেয়। পরে সেখান থেকে তাকে কুষ্টিয়া মডেল থানায় পাঠানো হয়েছে। তবে ওই যুবলীগ নেতাকে মারধর করা হয়েছে কিনা তা জানা নেই।

স্থানীয় যুবদলের কয়েকজন কর্মী জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন শাহিনুর যুবলীগের পদ ভাঙিয়ে অনেক অপকর্ম করেছে। তার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদল নেতাদের নির্যাতন ও মারধরের অভিযোগ রয়েছে। দুপুরে তাকে ইউনিয়ন পরিষদে দেখতে পেয়ে স্থানীয় জনতারা আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক যুবলীগ নেতার চাচাতো ভাই বিপুল বলেন, ‘শাহীন বাড়িতেই থাকত। আজ সকালে ইউনিয়ন পরিষদে গেলে সেখান থেকে যুবদল ও ছাত্রদলের কর্মীরা তাকে মারধর করে শান্তির মোড়ে একটি অফিসে আটকে রাখে। পরে পুলিশের হাতে তুলে দেয়।’

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বলেন, স্থানীয় জনতার হাতে আটক যুবলীগ নেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কোন মামলায় চালান দেওয়া হয়েছে জানতে চাইলে, তা পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলতে পারবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত