খুবি প্রতিনিধি
পলিথিনের বিকল্প এবং উপকূলীয় নারীদের কর্মসংস্থান তৈরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একদল শিক্ষার্থী তৈরি করছেন পুরোনো জিনস প্যান্ট থেকে পরিবেশবান্ধব ‘টোট ব্যাগ’। মূলত পরিবেশদূষণ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বাড়াতে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন।
সরকারিভাবে গত ১ অক্টোবর থেকে সুপারশপ এবং ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছে সরকার। পলিথিন ও প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে এই ব্যাগ। এটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে, যা একই সঙ্গে গার্মেন্টস বর্জ্য কমাতে এবং পুনর্ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।
‘ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর’ প্রতিযোগিতার অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী এই প্রকল্প বাস্তবায়ন করেছেন। শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ইমন কাজী ও মো. মেহেদী হাসান তমাল; সয়েল, ওয়াটার ও এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিউলি চাকমা এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের জি এম রাকিব।
ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁরা পণ্যটি বাজারজাত করার পরিকল্পনা করছেন। ইতিমধ্যে তাঁদের যৌথ উদ্যোগ ‘জিনস টু টোটস’-এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমগুলাতে মার্কেটিং করছেন।
এই প্রকল্পের নেতৃত্বে থাকা ইমন কাজী বলেন, ‘আমাদের এই উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত নারীরা কাজের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে আমরা গার্মেন্টস বর্জ্য কমাতে ও পলিথিনের ওপর নির্ভরতা দূর করতে ভূমিকা রাখছে।’
উল্লেখ্য, সম্প্রতি ‘স্টুডেন্ট সোসাইটি ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস’ আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বে চারটি দল ফাইনাল রাউন্ডে গিয়েছে। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের দল টিম বিডি-১৫ ফাইনাল রাউন্ডে যাওয়ার গৌরব অর্জন করে।
পলিথিনের বিকল্প এবং উপকূলীয় নারীদের কর্মসংস্থান তৈরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একদল শিক্ষার্থী তৈরি করছেন পুরোনো জিনস প্যান্ট থেকে পরিবেশবান্ধব ‘টোট ব্যাগ’। মূলত পরিবেশদূষণ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বাড়াতে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন।
সরকারিভাবে গত ১ অক্টোবর থেকে সুপারশপ এবং ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছে সরকার। পলিথিন ও প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে এই ব্যাগ। এটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে, যা একই সঙ্গে গার্মেন্টস বর্জ্য কমাতে এবং পুনর্ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।
‘ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর’ প্রতিযোগিতার অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী এই প্রকল্প বাস্তবায়ন করেছেন। শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ইমন কাজী ও মো. মেহেদী হাসান তমাল; সয়েল, ওয়াটার ও এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিউলি চাকমা এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের জি এম রাকিব।
ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁরা পণ্যটি বাজারজাত করার পরিকল্পনা করছেন। ইতিমধ্যে তাঁদের যৌথ উদ্যোগ ‘জিনস টু টোটস’-এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমগুলাতে মার্কেটিং করছেন।
এই প্রকল্পের নেতৃত্বে থাকা ইমন কাজী বলেন, ‘আমাদের এই উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত নারীরা কাজের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে আমরা গার্মেন্টস বর্জ্য কমাতে ও পলিথিনের ওপর নির্ভরতা দূর করতে ভূমিকা রাখছে।’
উল্লেখ্য, সম্প্রতি ‘স্টুডেন্ট সোসাইটি ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস’ আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বে চারটি দল ফাইনাল রাউন্ডে গিয়েছে। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের দল টিম বিডি-১৫ ফাইনাল রাউন্ডে যাওয়ার গৌরব অর্জন করে।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৪ ঘণ্টা আগে