Ajker Patrika

ইবি উপাচার্যের কাছে শিক্ষার্থীদের ৪৬ সংস্কার প্রস্তাবনা

ইবি প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৩৩
ইবি উপাচার্যের কাছে শিক্ষার্থীদের ৪৬ সংস্কার প্রস্তাবনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য ৪৬ দফা সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকবৃন্দ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সায়েম আহমেদ ও সাদিয়া মাহমুদা মিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য ৪৬ দফা সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন। 

সংস্কার প্রস্তাবনার অন্যতম দাবিগুলো হলো—লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ, শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন, আবাসন সংকট নিরসন, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, নিরাপত্তা ও ক্যাম্পাস সংস্কার।

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি: আজকের পত্রিকাএ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘আমাদের ৪৬ দফা সংস্কার প্রস্তাবনার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে চাইছে। যদি এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করা হয়, তবে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশে একটি যুগান্তকারী পরিবর্তন বয়ে আনতে সক্ষম হবে।’

এ সময় মতবিনিময় সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ মতবিনিময় সভায় বলেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি। আমার কাজ হবে সেই রক্তের ঋণ পরিশোধ করা। এ জন্য সবাইকে একসঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলো যৌক্তিক, এগুলো পেয়ে আমার ক্যাম্পাস সংস্কারের কাজ সহজ হয়েছে এবং নতুন করে ভাবতে হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত