কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
নিজের গায়ে আগুন দিয়ে মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল রাত ১১টা ১৫ মিনিটে ব্যবসায়ীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে পান্টি গ্রামে আনা হয়। পরে ১১টা ২৫ মিনিটে পান্টি জামে মসজিদে তাঁর জানাজা শেষে রাত ১২টায় পান্টি কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাজায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান বলেন, ‘আনিসের মৃত্যুটা স্বাভাবিক নয়। তাঁকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের তাঁর দুঃসময়ে পাশে থাকা দরকার ছিল। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
দাফন শেষে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদ হোসেন জাফর বলেন, ‘অনেক রাত হলেও গাজী আনিসুরের জানাজায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। তাঁর মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাঁর মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। এটি জানাজায় উপস্থিত সবার চাওয়া ও দাবি।’
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সর্দার মইন আক্তার বলেন, শুধু ব্যবসায়িক হতাশা নয়, গাজী আনিসুরের দলীয় হতাশাও ছিল। যেহেতু ৩১ মে ফেসবুকে তাঁর সমস্যা জানিয়েছিল। সেহেতু অবশ্যই দলীয় নেতা-কর্মীদের বিষয়টি দেখা উচিত ছিল।
জানাজায় পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও মৃতের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
নিজের গায়ে আগুন দিয়ে মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল রাত ১১টা ১৫ মিনিটে ব্যবসায়ীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে পান্টি গ্রামে আনা হয়। পরে ১১টা ২৫ মিনিটে পান্টি জামে মসজিদে তাঁর জানাজা শেষে রাত ১২টায় পান্টি কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাজায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান বলেন, ‘আনিসের মৃত্যুটা স্বাভাবিক নয়। তাঁকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের তাঁর দুঃসময়ে পাশে থাকা দরকার ছিল। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
দাফন শেষে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদ হোসেন জাফর বলেন, ‘অনেক রাত হলেও গাজী আনিসুরের জানাজায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। তাঁর মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাঁর মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। এটি জানাজায় উপস্থিত সবার চাওয়া ও দাবি।’
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সর্দার মইন আক্তার বলেন, শুধু ব্যবসায়িক হতাশা নয়, গাজী আনিসুরের দলীয় হতাশাও ছিল। যেহেতু ৩১ মে ফেসবুকে তাঁর সমস্যা জানিয়েছিল। সেহেতু অবশ্যই দলীয় নেতা-কর্মীদের বিষয়টি দেখা উচিত ছিল।
জানাজায় পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও মৃতের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
২ ঘণ্টা আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
২ ঘণ্টা আগে