শ্যামনগরে ৩ বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ আটক

সাতক্ষীরার প্রতিনিধি 
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২০: ০৯
Thumbnail image

সাতক্ষীরার শ্যামনগরে তিনটি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ আজিজুল হক (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শ্যামনগর উপজেলার পার্শেমারী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আজিজুল উপজেলার গাবুরা এলাকার বাসিন্দা। 

কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীন বিসিজি কয়রা স্টেশনের লেফটেন্যান্ট ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের কোস্ট গার্ডের একটি দল শ্যামনগর উপজেলার পার্শেমারী এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি একনলা বন্দুক, একটি চারনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, একটি দেশীয় দা ও একটি রডসহ আজিজুল হককে আটক করা হয়। 

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আজিজুল হক জানিয়েছেন, তিনি ২০১৮ সালে আত্মসমর্পণকারী বনদস্যু মেহেদী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন এবং বিভিন্ন সময়ে সুন্দরবনে ডাকাতি করতেন। অস্ত্রসহ আটক ডাকাতকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ইকবাল হোসেন। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ডাকাতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত