যশোরে ইজিবাইক ও বাসের সংঘর্ষে নারী নিহত, আহত ২

যশোর প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ১৭
Thumbnail image

যশোরে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে হাফেজা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার এড়েন্দা বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হাফেজা জেলার ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। আহতরা হলেন নিহতের স্বামী ও ইজিবাইকের চালক নাসির হোসেন। তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা ইজিবাইকের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে নিয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। 

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ হাফেজা ও তাঁর স্বামী ইজিবাইকে করে কায়েমখোলা থেকে যশোর শহরে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে এড়েন্দা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ইজিবাইক উল্টে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে গিয়ে ধাক্কা লাগে। 

স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকেরা হাফেজাকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত