প্রতিনিধি মুজিবনগর (মেহেরপুর)
জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, মেহেরপুর জেলা সারা দেশের মধ্যে উন্নয়নের একটি রোল মডেল। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগরকে আরও উন্নতভাবে গড়ে তোলা হবে। ভবিষ্যতে মুজিবনগর আর টুঙ্গিপাড়ার মাঝে কোনো তফাত থাকবে না। কারণ,বাংলাদেশের মাত্র দুটি স্থানের সঙ্গে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম জড়িয়ে আছে। একটি তার জন্মস্থান টুঙ্গিপাড়া এবং অপরটি হলো প্রথম সরকারের শপথ ভূমি ঐতিহাসিক মুজিবনগর।
গত রোববার বিকেলে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার ও ‘জুয়েল ইন দ্য ক্রাউন অব দ্য ডে’ হিসেবে ভূষিত করা উপলক্ষে মুজিবনগরে বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অচিরেই মেহেরপুরে মুজিবনগর স্থলবন্দর ও চেকপোস্টের কাজ শুরু হবে। কিছুদিনের মধ্যেই মুজিবনগরে কাস্টমসের বিল্ডিং তৈরির কাজ শুরু হবে। মুজিবনগরকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। মেহেরপুর-কুষ্টিয়া সড়ককে আধুনিক মহাসড়কে উন্নীত করার কাজ শুরু হয়েছে। তা ছাড়া, মুজিবনগর থেকে দর্শনা আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হয়েছে। মূলত দর্শনার্থীদের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে আসার সুবিধার্থেই এই সড়কগুলো করা হচ্ছে। মুজিবনগরের প্রতিটি স্কুল-কলেজে অত্যাধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুতই এখানে একটি আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার তৈরি করা হবে। কৃষিকে এগিয়ে নিতে মেহেরপুরে একটি কৃষি গবেষণা ইনস্টিটিউট তৈরি করা হবে।
বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ অ্যাড. ইব্রাহীম শাহিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও মুজিবনগর আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম তোতা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, মেহেরপুর জেলা সারা দেশের মধ্যে উন্নয়নের একটি রোল মডেল। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগরকে আরও উন্নতভাবে গড়ে তোলা হবে। ভবিষ্যতে মুজিবনগর আর টুঙ্গিপাড়ার মাঝে কোনো তফাত থাকবে না। কারণ,বাংলাদেশের মাত্র দুটি স্থানের সঙ্গে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম জড়িয়ে আছে। একটি তার জন্মস্থান টুঙ্গিপাড়া এবং অপরটি হলো প্রথম সরকারের শপথ ভূমি ঐতিহাসিক মুজিবনগর।
গত রোববার বিকেলে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার ও ‘জুয়েল ইন দ্য ক্রাউন অব দ্য ডে’ হিসেবে ভূষিত করা উপলক্ষে মুজিবনগরে বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অচিরেই মেহেরপুরে মুজিবনগর স্থলবন্দর ও চেকপোস্টের কাজ শুরু হবে। কিছুদিনের মধ্যেই মুজিবনগরে কাস্টমসের বিল্ডিং তৈরির কাজ শুরু হবে। মুজিবনগরকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। মেহেরপুর-কুষ্টিয়া সড়ককে আধুনিক মহাসড়কে উন্নীত করার কাজ শুরু হয়েছে। তা ছাড়া, মুজিবনগর থেকে দর্শনা আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হয়েছে। মূলত দর্শনার্থীদের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে আসার সুবিধার্থেই এই সড়কগুলো করা হচ্ছে। মুজিবনগরের প্রতিটি স্কুল-কলেজে অত্যাধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুতই এখানে একটি আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার তৈরি করা হবে। কৃষিকে এগিয়ে নিতে মেহেরপুরে একটি কৃষি গবেষণা ইনস্টিটিউট তৈরি করা হবে।
বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ অ্যাড. ইব্রাহীম শাহিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও মুজিবনগর আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম তোতা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ।
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১৮ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
২৭ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১ ঘণ্টা আগে