Ajker Patrika

যশোরে কৃষি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা 

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরে কৃষি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা 

যশোর শহরের খয়েরতলাস্থ হার্টিকালচার সেন্টারে ঢুকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরকে চাঁদার দাবিতে মারধর করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। হার্টিকালচার সেন্টারের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা গতকাল রোববার মামলাটি করেন।

এ মামলায় মামলায় আসামি করা হয়েছে লিটন (৩২) নামে এক যুবকসহ অজ্ঞাত ২/৩জনকে। লিটন সদর উপজেলার নওদা গ্রামের আতাউর রহমানের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির গত ৮ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে যশোর হার্টিকালচার সেন্টারে আসেন। সে সময় আসামি লিটনসহ অজ্ঞাত ২/৩জন একটি মোটরসাইকেলে করে এসে হার্টিকালচার সেন্টারের মধ্যে প্রবেশের চেষ্টা করলে গার্ড রাসেল হোসেন ও আহাদুল ইসলাম তাঁদের বাঁধা দেন। তবুও তারা জোর করে প্রবেশ করে হুমায়ুন কবিরের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং কিল, ঘুষি, চড়, ধাপ্পড় মারেন। সে সময় অফিসের অন্যান্যরা এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে একটি মোটরসাইকেলে করে চলে যান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করা হয়।

যশোর কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত