Ajker Patrika

চৌগাছায় দ্বিতীয় ডোজ টিকা পেলেন ১২ হাজার ৮০০ জন

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭: ৩৮
চৌগাছায় দ্বিতীয় ডোজ টিকা পেলেন ১২ হাজার ৮০০ জন

যশোরের চৌগাছায় ৭ ইউনিয়নের ১৪ কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২ হাজার ৮০০ জনকে এই টিকা দেওয়া হয়। 

উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সমিতির সভাপতি নান্নু মিয়া জানান, উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর, নিমতলা ও রায়নগর, পাশাপোল ইউনিয়নের পলুয়া ও রানিয়ালী, সিংহঝুলি ইউনিয়নের গরীবপুর ও জগন্নাথপুর, ধুলিয়ানী ইউনিয়নের কাবিলপুর, চৌগাছা সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর ও মশ্যমপুর, জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া ও কান্দি এবং পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর ও রোস্তমপুর কমিউনিটি ক্লিনিকে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ লুৎফুন্নাহার বলেন, সাত ইউনিয়নের ১৪ কমিউনিটি ক্লিনিকে ১২ হাজার ৮০০ ব্যক্তিকে করোনার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। গত ৯ নভেম্বর এসব কেন্দ্রে জনসাধারণকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত