সাগরে ভাসমান ২৭ জেলেকে উদ্ধার করল ভারতীয় কোস্ট গার্ড

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১৯: ৪২
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৯: ৪৯

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের ভাসমান ‘এফভি সাগর-২’ নামে একটি বাংলাদেশি ট্রলারের ২৭ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার ভারতীয় জলসীমা থেকে এসব জেলেকে উদ্ধার করা হয়। 

পরে উভয় দেশের দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ ২৭ জন জেলেসহ ট্রলারটিকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। 

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এতে জানানো হয়, ১ এপ্রিল চট্টগ্রামের কুতুবদিয়া হতে ‘এফভি সাগর-২’ নামক একটি ট্রলার ২৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা করে। গতকাল দুপুরে হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। 

বিষয়টি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘের দৃষ্টিগোচর হলে তারা দ্রুত জেলেসহ ট্রলারটিকে উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে। 

পরবর্তীকালে  বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় দেশের দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ ২৭ জন জেলেসহ ট্রলারটি বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। মোংলা ফেয়ারওয়ে বয়ের নিকটবর্তী স্থানে উদ্ধার হওয়া জেলেদের ট্রলারসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত